সরকারের বড় সিদ্ধান্ত! পোস্ট অফিস থেকে এবার সহজেই মিলবে লোন
Last Updated:
এবার থেকে গ্রাহকরা ছোট অঙ্কের লোন নিতে পারবেন পোস্ট অফিস থেকে ৷
advertisement
1/5

পোস্ট অফিসে এখন প্রায় সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ায় যায় ৷ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক খোলার পর থেকে পোস্ট অফিসে এখন অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যায় ৷ সেভিংয় অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের মতো ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি লোনের সুবিধাও পাবেন পোস্ট অফিসের গ্রাহকরা ৷ এবার দরকার পড়লে পোস্ট অফিস থেকেও লোন নিতে পারবেন ৷
advertisement
2/5
সরকার পোস্ট অফিসকে এবার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর থেকে এবার গ্রাহকরা ছোট অঙ্কের লোন নিতে পারবেন ৷ পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলার পাশাপাশি গ্রুপ টার্ম ইনস্যুরেন্স, বিল পেমেন্টস ও রিচার্জ, ফান্ড ট্রান্সফার, ডোর স্টেপ ব্যাঙ্কিং, DoP প্রোডাক্ট পেমেন্ট ও ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা মিলবে ৷
advertisement
3/5
IPPB অ্যাকাউন্টে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন ৷ এছাড়া পেমেন্টস ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, SMS ব্যাঙ্কিং, মিসড কল ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিং ও QR কোড থেকে ব্যাঙ্কিংয়ের সুবিধা মিলবে ৷
advertisement
4/5
কিন্তু পেমেন্ট ব্যাঙ্ক পোস্ট অফিস লোন দিতে পারবেন না ৷ তবে পোস্ট অফিসে খোলা আরডি অ্যাকাউন্টে থেকে লোন পাওয়ার সুবিধা রয়েছে ৷ এছাড়া IPPB সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, PPF ও আরডি অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন পেমেন্ট বা ফান্ড ট্রান্সফারের সুবিধা দিয়ে থাকে ৷ সমস্ত সুবিধা DoP প্রোডাক্ট পেমেন্ট হিসেবে মিলবে ৷
advertisement
5/5
পয়লা সেপ্টেম্বর ২০১৮ সালে চালু করা হয় IPPB ৷ এর জেরে গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং সুবিধা সহজেই পাচ্ছেন মানুষ ৷ এছাড়াও রয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, FINO পেমেন্টস ও এটিএম পেমেন্টস ব্যাঙ্ক অপারেশনাল রয়েছে ৷