মাত্র ৯ টাকায় বিদেশ যাত্রা, ‘বিকিনি’ এয়ারলাইন Vietjet-র বাম্পার অফার
Last Updated:
ভিয়েতজেট নয়াদিল্লি থেকে Ho Chi Minh City ও Hanoi এর নতুন রুটে নন-স্টপ ফ্লাইট শুরু করতে চলেছে ৷
advertisement
1/4

বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অথচ বাজেটের জন্য হয়ে উঠছে না ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ ভিয়েতনামের লো কস্ট এয়ারলাইন্স ভিয়েতজেট যাত্রীদের জন্য নিয়ে এসেছে বাম্পার অফার ৷ মাত্র ৯ টাকায় ভিয়েতনামের ফ্লাইট টিকিট দিচ্ছে এই বিমান সংস্থা ৷ ভিয়েতজেট ভারত ও ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান চালু করতে চলেছে ৷ সেই উপলক্ষ্যই নিয়ে এসেছে এই বিশেষ পরিষেবা ৷
advertisement
2/4
ভিয়েতজেট এয়ারলাইন্স তিনদিনের জন্য গোল্ডেন ডেজ অফার চালু করেছে ৷ অফার থাকবে ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত ৷ ভিয়েতজেট নয়াদিল্লি থেকে Ho Chi Minh City ও Hanoi এর নতুন রুটে নন-স্টপ ফ্লাইট শুরু করতে চলেছে ৷ অফারে ৯ টাকা বেস ফেয়ারে প্লেনের টিকিট পেয়ে যাবেন যাত্রীরা ৷ এর সঙ্গে ভ্যাট, এয়ারপোর্ট ফি ও অন্যান্য সারচার্জ যুক্ত করা হবে ৷
advertisement
3/4
যাত্রীরা www.vietjetair.com ওয়েবসাইটে গিয়ে প্লেনের টিকিট বুক করতে পারবেন ৷ এছাড়া ভিয়েতজেট মোবাইল অ্যাপ ব্যবহার করেও ৬ ডিসেম্বর ২০১৯ থেকে ২৮ মার্চ ২০২০ সময়সীমার মধ্যে টিকিট বুক করতে পারবেন ৷
advertisement
4/4
৬ ডিসেম্বর ২০১৯ থেকে থেকে প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার বিমান পরিষেবা চালু করা হবে ৷ ৭ ডিসেম্বর থেকে ২০১৯ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার থেকে বিমান পরিষেবা চালু করা হবে ৷ Ho Chi Minh City থেকে বিমান বিকেল ৭:০০টা ছাড়বে নয়াদিল্লিতে রাত ১০:৫০ মিনিটে পৌঁছবে ৷ নয়াদিল্লি থেকে রিটার্ন ফ্লাইট রাত ১১:৫০ ছাড়বে এবং সকাল ৬:১০ মিনিটে Ho Chi Minh City পৌঁছাবে ৷