PMBSY|PMJJBY: Modi সরকারের দুর্দান্ত Scheme! মাত্র ৩০ টাকায় ৪ লক্ষ টাকার সুবিধা ঘরে ঘরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দুই ধামাকা পলিসি Launch করেছেন
advertisement
1/7

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্বল আর্থিক পরিসর যে সমস্ত মানুষের তাঁদের কথা মূলত মাথায় রেখেই ২টি গুরুত্বপূর্ণ যোজনা নিয়ে এসেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এই দুই যোজনার মধ্য অন্যতম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিম যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeeban Jyoti Bima Yojana-PMJJBY) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
এই দুই বিমার মোট অর্থমূল্য ২+২= ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুযোগ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এই দুই যোজনার অন্তর্গত ৩৪২ টাকা বার্ষিক, মাসিক হিসাবে ৩০ টাকা খরচ করলে ৪ লক্ষ টাকার বিমার সুবিধা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সুরক্ষা বিমা যোজনার (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) অন্তর্গত বছরে মাত্র ১২ টাকার বিনিময়ে বছরে ২ লক্ষ টাকার দুর্ঘটনার বিমা পেতে পারেন ৷ বছরে একবার ১২ টাকা দিয়ে এই বিমা বজায় রাখতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeeban Jyoti Bima Yojana)-এর অন্তর্গত যে ব্যক্তিরা নাম ন্থিভুক্ত করবেন তাঁরাই সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
বিমা ধারকের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছর ৷ এর জন্য একমাত্র শর্ত বিমা ধারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ৷ বার্ষিক ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়া হয়, সারা বছর ধরে বিমার সুবিধা পাওয়া সম্ভবপর হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PMBSY|PMJJBY: Modi সরকারের দুর্দান্ত Scheme! মাত্র ৩০ টাকায় ৪ লক্ষ টাকার সুবিধা ঘরে ঘরে