Gardening Tips: টাকা লাগবে না কিনতে! বাড়ির ছোট্ট গাছ ভেঙে পড়বে হাজার হাজার লিচুতে, জানুন কীভাবে যত্ন করবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Gardening Tips: বিশাল বড় আকারের এই গাছ হবেনা। মাঝারি আকারের এই গাছ হবে। ৮ ফুট উচ্চতার মধ্যে ভাল মানের লিচু পাওয়া যেতে পারে।
advertisement
1/6

*গ্রীষ্মকালীন ফলের মধ্যে অন্যতম ফল লিচু। কম বেশি অনেকেই আছেন যাঁরা লিচু খেতে ভালোবাসেন। গ্রীষ্মকালীন এই ফল রসালো এবং স্বাদে মিষ্টি হওয়ার কারণে অনেকেই খেতে বেশ পছন্দ করেন।
advertisement
2/6
*তবে সাধারণত এই ফল কিনেই খেতে হয়। কিন্তু এবার আর লিচু কিনে খাওয়ার কোনও প্রয়োজন নেই। স্বল্প মূল্যে বাড়িতেই বসাতে পারবেন লিচু গাছ।
advertisement
3/6
*তবে চিন্তার কোনও কারণ নেই। সাধারণত সকলেই জানেন যে লিচু গাছ আকারে বেশ বড় হয়। কিন্তু এই প্রতিবেদনে যে লিচু গাছের কথা জানানো হবে সেই গাছ খুব বেশি বড় হবে না। বাড়িতে অল্প জায়গার মধ্যেই এই গাছ লাগানো যাবে।
advertisement
4/6
*যে লিচু গাছ পাওয়া যাচ্ছে সেটা হল বোম্বাই এবং আতা বোম্বাই প্রজাতির লিচু গাছ। আগেকার দিনের মত বিশাল বড় আকারের এই গাছ হবে না। মাঝারি আকারের এই গাছ হবে। ৮ ফুট উচ্চতার মধ্যে ভাল মানের লিচু পাওয়া যেতে পারে।
advertisement
5/6
*৩৫ টাকা, ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের গাছও রয়েছে। কেউ যদি এখন এই গাছ কেনেন তাহলে খুব তাড়াতাড়ি ফলন পাবেন। কারণ বর্তমানে গাছের মধ্যে ফুল ধরেই রয়েছে। গাছের উচ্চতা খুব বেশি হবে না। বাড়ির মধ্যে ছোট্ট বালতি, টব অথবা প্যাকেটের মধ্যেই এই গাছ লাগানো যাবে।
advertisement
6/6
*ইতিমধ্যেই বাজারে এই লিচু গাছের ব্যাপক চাহিদা বেড়েছে। কমবেশি অনেকেই এই গাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। উপহার দেওয়ার জন্যও অনেকে এখন এই লিচু গাছ বেশ পছন্দ করছেন। লিচু গাছ কেনার জন্য যোগাযোগ করতে পারেন 7478159992 এই নম্বরে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gardening Tips: টাকা লাগবে না কিনতে! বাড়ির ছোট্ট গাছ ভেঙে পড়বে হাজার হাজার লিচুতে, জানুন কীভাবে যত্ন করবেন