advertisement
1/6

রেকর্ড দাম বৃদ্ধির পর থেকেই একটানা কমেছে জ্বালানির দাম । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম, ডলারের সাপেক্ষা ভারতীয় টাকা শক্তিশালী-নানাবিধ কারণে ভারতে লাগাতার কমছে পেট্রোল-ডিজেলের দাম । দাম কমল রবিবারেও । (ছবি: সংগৃহীত)
advertisement
2/6
একনজরে জেনে নিন আজ শহরগুলিতে পেট্রোপণ্যের দাম । (ছবি: সংগৃহীত)
advertisement
3/6
আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৭২.৫৩ টাকা, গতকাল দাম ছিল ৭২.৮৭ টাকা । কমেছে ডিজেলের দামও । গতকাল দাম ছিল ৬৭.৭২ টাকা যা আজ কমে হয়েছে ৬৭.৩৫ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ৩৪ পয়সা ও আজকের দর ৭৮.০৯ টাকা । ডিজেলের দাম লিটার প্রতি ৩৯ পয়সা কমে হয়েছে ৭০.৫০ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
চেন্নাইয়ে প্রতি লিটার ৩৬ পয়সা কমে আজ পেট্রোলের দাম ৭৫.২৬ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৪০ পয়সা কমে হয়েছে ৭১.১২ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
শহর কলকাতায় ৩৩ পয়সা কমে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.৫৫ টাকা । ডিজেলের দাম ৪৯ পয়সা কমে হয়েছে ৬৯.০৮ টাকা । (ছবি: সংগৃহীত)