Major Rules Changing : আজ থেকে বদলে গেল এই ৭টি বড় নিয়ম, জেনে নিন না হলে সমস্যায় পড়তে পারেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Major Rules Changing : বিস্তারিত দেখে নেওয়া যাক।
advertisement
1/7

আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ। ফলে আজ থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে। বদলে যাবে পুরনো নিয়ম। যার সরাসরি প্রভাব পড়বে আমজনতার পকেটে। জানা গিয়েছে, এপ্রিলের প্রথম দিন থেকে FASTag , NPS, SBI Credit Card-সহ মোট ৭টি নিয়ম পরিবর্তন হচ্ছে। বিস্তারিত দেখে নেওয়া যাক।
advertisement
2/7
ফ্যাস্ট্যাগ কেওয়াইসি বাধ্যতামূলক: ২০২৪-এর ১ এপ্রিল থেকে ফ্যাস্ট্যাগ সংক্রান্ত নিয়ম পরিবর্তন হচ্ছে। ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করালে ১ এপ্রিল থেকে সমস্যায় পড়তে হবে। আসলে কেওয়াইসি ছাড়া ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে ব্যাঙ্ক। ফলে ব্যালেন্স থাকলেও পেমেন্ট করা যাবে না।
advertisement
3/7
এসবিআই ক্রেডিট কার্ড: যে সমস্ত গ্রাহক এসবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন, ১ এপ্রিল থেকে তাঁদের সতর্ক থাকতে হবে। নিয়মে পরিবর্তন হতে চলেছে। এই দিন থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটালে কোনও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না। এই নিয়ম ১ এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে চালু হচ্ছে, অন্যদের ক্ষেত্রে ১৫ এপ্রিলের পর থেকে প্রযোজ্য হবে।
advertisement
4/7
এলপিজি গ্যাসের দাম: প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়। স্বাভাবিকভাবে ১ এপ্রিল এলপিজির নতুন দাম ঠিক হবে। তবে সামনেই লোকসভা ভোট। তাই এর মধ্যে দাম পরিবর্তনের সম্ভাবনা কম বললেই চলে।
advertisement
5/7
এনপিএসের নিয়মে পরিবর্তন: পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) এনপিএস-এ আধার-ভিত্তিক লগইন প্রমাণীকরণ চালু করতে চলেছে। এই নিয়ম ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে।
advertisement
6/7
ওএলএ মানি ওয়ালেট: ওএলএ মানি জানিয়েছে, ১ এপ্রিল ২০২৪ থেকে ‘ফুল নো ইওর কাস্টমার ওয়ালেট’ থেকে ‘স্মল প্রিপেড ইনস্ট্রুমেন্টে’ ওয়ালেটে বদলে যাবে। গ্রাহকদের সময় ও খরচ বাঁচবে। কোম্পানি জানিয়েছে, “আমরা ১ এপ্রিল ২০২৪ থেকে সর্বাধিক ১০ হাজার টাকার ওয়ালেট লোড সীমার জন্য স্মল পিপিআই সিস্টেমে চলে যাচ্ছি।"
advertisement
7/7
ইপিএফও-র নতুন নিয়ম: ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা। এই নিয়ম অনুযায়ী এখন চাকরি পরিবর্তনের পরে, পিএফ অ্যাকাউন্ট অটো মোডে স্থানান্তরিত হবে। অর্থাৎ গ্রাহককে অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য আর আবেদন করতে হবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Major Rules Changing : আজ থেকে বদলে গেল এই ৭টি বড় নিয়ম, জেনে নিন না হলে সমস্যায় পড়তে পারেন