Formula To Become Rich: ১০ বছরে ধনী হতে চান? তাহলে মেনে চলতে হবে এই উপায় ! কাজ হবে অব্যর্থ, মিলিয়ে দেখে নেবেন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Formula To Become Rich: কেউ যদি মাত্র ১০ বছরে ধনী হতে চান, তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নির্দিষ্ট উপায়। এক এক করে সেগুলো দেখে নেওয়া যাক এবার!
advertisement
1/7

বর্তমান সময়ে প্রায় সকলেই চান নিজেদের ধনী করে তুলতে। না করে উপায়ই বা কী! ধনী হওয়া মানে শুধু তো আর বিলাসিতা এবং সামাজিক সম্মান নয়। মূলত ক্রমে ক্রমে কেবলই বেড়ে চলা মুদ্রাস্ফীতির জন্যও হাতে টাকা থাকা প্রয়োজন। আজ যা টাকা জমা রয়েছে, ভবিষ্যতে তার দর যে তলানিতে গিয়ে ঠেকবে। এর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয়। বিনিয়োগ করা হয়ে থাকে বিভিন্ন খাতে। তা যে ভাল রিটার্ন দেয় না, এমনটাও নয়।
advertisement
2/7
[caption id="attachment_1979324" align="alignnone" width="1200"] তার পরেও ধনী হওয়া সবার পক্ষে সম্ভব নয়। আসলে অর্থ পরিচালনা একেকজন নিজের স্বভাব অনুযায়ী করে থাকেন। তার উপরে ভিত্তি করেই কারও সঞ্চয় দিন দিন পাহাড় হয়, কারও বা খাতে এসে পড়ে! কিন্তু, কেউ যদি মাত্র ১০ বছরে ধনী হতে চান, তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নির্দিষ্ট উপায়। এক এক করে সেগুলো দেখে নেওয়া যাক এবার!</dd> <dd>[/caption]
advertisement
3/7
ধনী হতে চাইলে সাধারণ মানুষের প্রয়োজন বুঝতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করতে হবে। চাকরি কেবল মাস-মাইনে দেয়। তা আজ আছে, কাল নাও থাকতে পারে। ফলে বাণিজ্যে বসতে লক্ষ্মী এই মূল মন্ত্র বাস্তবে পরিণত করে দেখাতে হবে।
advertisement
4/7
সময় এখন স্টার্ট আপের। এটাই এই যুগের ব্যবসা। অতএব, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে কাজ করতে হবে এবং সেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই ঘরে লক্ষ্মীর নূপুর বেজে উঠতে আর সময় লাগবে না।
advertisement
5/7
নিজেদের উপার্জনের উপরে বিনিয়োগ করতে হবে- এটা তো একেবারে বাঁধাধরা এক ব্যাপার! তবে, বিনিয়োগ করে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সেই বিনিয়োগ আপগ্রেড করতে হবে। তবেই না আসবে মোটা রিটার্ন!একই সঙ্গে ঝুঁকি নিতে হবে। কারণ যে কোনও ঝুঁকি নেওয়াই হল ধনী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
6/7
বিনিয়োগের ক্ষেত্রে সেরা রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে।বিনিয়োগের অভ্যাস গড়ে তোলার সঙ্গে সঙ্গে অযথা খরচ কমাতে হবে এবং সঞ্চয় করতে হবে।এরই সঙ্গে নতুন নতুন জিনিস শিখতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অন্যের সঙ্গে নিজের তুলনা করা যাবে না।
advertisement
7/7
কেউ যদি এই নির্দিষ্ট কয়েকটি উপায় নিয়ম করে মেনে চলেন, তাহলে তাঁকে ধনী হতে কেউ আটকাতে পারবেন না। কারণ এই কয়েকটি উপায়ের মাধ্যমে সকলেই নিজেকে আর্থিক দিক থেকে উন্নত করে তুলতে পারবেন, যা সহজেই একজনকে ধনী হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Formula To Become Rich: ১০ বছরে ধনী হতে চান? তাহলে মেনে চলতে হবে এই উপায় ! কাজ হবে অব্যর্থ, মিলিয়ে দেখে নেবেন