PPF, Post Office FDs, NSC: এখানে বিনিয়োগ করা কি ঠিক ? টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বর্তমানে (অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে) কোন কোন স্কিম কত সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
1/9

বিনা রিস্কে গ্যারেন্টিড রিটার্ন চাইছেন ? তাহলে এই মুহূর্তে বাজারে একাধিক অপশন রয়েছে ৷ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কিম হচ্ছে ফিক্সড ডিপোজিট ৷ এর পাশাপাশি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পোস্ট অফিসের অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় স্কিম ৷ এই সমস্ত স্কিমে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে নিশ্চিত রিটার্ন ৷
advertisement
2/9
তবে বিনিয়োগ করার আগে সব কটি স্কিমের বিষয়ে বিস্তারিত জেনে নিন ৷ যাচাই করে নিন আপনার জন্য কোন স্কিমটি সবচেয়ে লাভজনক হবে ৷
advertisement
3/9
দেখে নিন বর্তমানে (অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে) কোন কোন স্কিম কত সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
4/9
সেভিংস ডিপোজিটে -৪ শতাংশ
advertisement
5/9
১ বছরের পোস্ট অফিসে টাইম ডিপোজিটে- ৬.৯ শতাংশ২ বছরের পোস্ট অফিসে টাইম ডিপোজিটে- ৭ শতাংশ ৩ বছরের পোস্ট অফিসে টাইম ডিপোজিটে- ৭ শতাংশ ৫ বছরের পোস্ট অফিসে টাইম ডিপোজিটে- ৭.৫ শতাংশ
advertisement
6/9
৫ বছরের রেকারিং ডিপোজিট: ৬.৭ শতাংশ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭ শতাংশ কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (will mature in 115 months) পাবলিক প্রভিডেন্ট ফান্ড : ৭.১ শতাংশ
advertisement
7/9
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮ শতাংশসিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : ৮.২ শতাংশ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট : ৭.৪ শতাংশ
advertisement
8/9
ফিক্সড ডিপোজিটে সুদের হার-বর্তমানে HDFC ব্যাঙ্ক এফডি-তে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ সুদের হার নির্ভর করবে এফডি-র সময় ও ডিপোজিটারের বয়সের উপরে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ স্টেট ব্যাঙ্ক এফডি-তে দিচ্ছে ৭.৫০ শতাংশ সুদ ৷
advertisement
9/9
নাগরিকদের সঞ্চয় করতে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সরকার এই বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প শুরু করেছে ৷ সাধারণত স্মল সেভিংস স্কিমের তিনটি ক্যাটাগরি- সেভিংস ডিপোজিট, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মান্থলি ইনকাম প্ল্যান ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF, Post Office FDs, NSC: এখানে বিনিয়োগ করা কি ঠিক ? টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন