রোজ 2 GB ডেটা, Airtel , Vodafone কে টেক্কা JIO-র দারুণ অফার, জেনে নিন এক ক্লিকে
Last Updated:
ডেটা এখন দারুণ প্রয়োজনীয় দিনে এক জিবি ডেটাও কম পড়ছে তাই বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা দিনে ২ জিবি ডেটা দিচ্ছে, জেনে নিন অফারগুলি
advertisement
1/8

রোজ ২ জিবি ডেটার জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররাই নানা রকম অফার নিয়ে এসেছেন ৷ তারমধ্যে জিও-র ১৯৯ টাকার অফারটি ২৮ দিনের জন্য ব্যবহার করা যায় ৷ আনলিমিটেড কল প্রতিদিনের ১০০ টি এসএমএস পাঠানোর পাশাপাশি ২ জিবি ডেটা পাওয়া যায় ৷ Photo- Representive
advertisement
2/8
৩৯৮ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা পাওয়া যায় ৭০ দিনের জন্য ৷ এছাড়া আনলিমিটেড কল ও দিনে ১০০ টি এসএমএস পাঠানো যায় ৷ Photo- Representive
advertisement
3/8
৪৪৮ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য ২ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে ৷ পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা এবং দিনপ্রতি ১০০ টি করে এসএমএস ৷ Photo- Representive
advertisement
4/8
আরও একটি প্ল্যান রয়েছে যাতে ৯১ দিন ধরে ২ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে ৷ এই প্ল্যানে রিচার্জ করাতে খরচ ৪৯৮ টাকা ৷ এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কল এবং দিনপ্রতি ১০০ টি এসএমএস পাঠানো যায় ৷ Photo- Representive
advertisement
5/8
এয়ারটেলের ২৮ দিনের ২ জিবির অফারের জন্য জিও-র তুলনায় অনেকটা বেশি টাকা দিতে হবে ৷ ২৪৯ টাকার রিচার্জে এই অফার পাওয়া যাবে ৷ দিনপ্রতি ১০০ এসএমএস পাঠানোর পাশাপাশি গ্রাহক সুবিধা পাবেন আনলিমিটেড কলের ৷ Photo- Representive
advertisement
6/8
৪৯৯ টাকার রিচার্জে ৮২ দিনের জন্য ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ আনলিমিটেড কলের সঙ্গে সঙ্গে পাবেন দিনপ্রতি ১০০ টি এসএমএসের সুযোগ ৷ Photo- Representive
advertisement
7/8
ভোডাফোনের ২ জিবি দিন প্রতি ডেটা যদি ২৮ দিনের জন্য রিচার্জ করেন তাহলে গ্রাহকের খরচ ২৫৫ টাকা ৷ Photo- Representive
advertisement
8/8
৮৪ দিনের জন্য ভোডাফোনের ২ জিবি ডেটা রিচার্জ করানো হলে খরচ ৫১১ টাকা ৷ এতেও থাকবে দিনপ্রতি ১০০ টি এসএমএস পাঠানো যায় ৷ এছাড়াও আনলিমিটেড কল করা সম্ভব ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
রোজ 2 GB ডেটা, Airtel , Vodafone কে টেক্কা JIO-র দারুণ অফার, জেনে নিন এক ক্লিকে