অবশ্যই মেনে চলুন এই ৫টি নিরাপত্তাবিধি, গাড়ি দুর্ঘটনা ও প্রাণের ঝুঁকি কমবে অনেকটাই
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যখনই গাড়িতে উঠবেন তখন বেশ কয়েকটি সেফটি রুলস মেনে চলা অত্যন্ত জরুরি ৷ দেশের মধ্যে প্রতিদিন যে বিপুল সংখ্যক গাড়ি দুর্ঘটনা ঘটে থাকে তার মধ্যে বেশির ভাগই গাফিলতি এবং নিরাপত্তাবিধি বিধি মেনে না চলার কারণে হয়ে থাকে ৷ প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকে ৷ অনেকই গুরুতর চোট পাওয়ার কারণে বিকলাঙ্গ হয়ে যায় ৷ সকলেরই গাড়িতে যাত্রা করার সময় সহজ কয়েকটি নিয়ম অবশ্যই নিজের এবং নিজের পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখে মেনে চলা উচিৎ ৷
advertisement
1/5

সবার প্রথমে গাড়িতে উঠেই সিট বেল্ট পরা বাধ্যতামূলক ৷ সিট বেল্ট পরা অভ্যেশ করে নিতে হবে ৷ আচমকা ব্রেক দিলে সিটে বেল্ট পড়ে থাকার কারণে সামনে বা পিছনে ধাক্কা লেগে চোট পাওয়ার সম্ভাবনা থাকে না ৷
advertisement
2/5
আমাদের দেশে নেশা করে গাড়ি চালানো পথ দুর্ঘটনার অন্যতম একটি কারণ ৷ প্রতি বছর বিরাট সংখ্যক গাড়ি দুর্ঘটনা নেশা করে গাড়ি চালানোর জন্য হয়ে থাকে ৷ চালক নেশার ঘোরে গাড়ির নিয়ন্ত্রয়ণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়ে থাকেন ৷
advertisement
3/5
দেশের রাস্তায় ৪০ কিমি প্রতি ঘণ্টা স্পিড লিমিট রয়েছে ৷ হাইওয়ে-তে স্পিড লিমিট বেড়ে যায়, কিন্তু কম স্পিডে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় ৷ ওভারস্পিডিংয়ের জেরে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷
advertisement
4/5
গাড়ি চালানোর সময় প্রত্যেক মুহূর্তে সজাগ থাকতে হয় ৷ গাড়ি চালানোর সময় ঘুম পেয়ে যাওয়ার জেরে অনেক দুর্ঘটনায় ঘটে থাকে ৷ ড্রাইভিং করার সময় ঘুম পেলে গাড়ি চালাবেন না ৷ আপনার সহ-যাত্রীকে চালাতে দিন বা গাড়ি সাইডে রেখে রেস্ট নিয়ে নিন ৷
advertisement
5/5
রেড সিগন্যাল ভাঙা অত্যন্ত গু৮রুতর একটি অপরাধ ৷ এর জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে ৷ এতে কেবল আপনার না অন্যের প্রাণও যেতে পারে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অবশ্যই মেনে চলুন এই ৫টি নিরাপত্তাবিধি, গাড়ি দুর্ঘটনা ও প্রাণের ঝুঁকি কমবে অনেকটাই