বিনামূল্যে গ্রাহকদের এই ৫টি বিশেষ পরিষেবা দিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে কর্পোরেট, হাসপাতাল, হোটেলর কর্মচারীদের একাধিক সুবিধা দেওয়া হয় ৷
advertisement
1/4

চাকুরিজীবীদের সাধারণত সংস্থার তরফে একটি স্পেশ্যাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়ে থাকে যাকে স্যালারি অ্যাকাউন্ট বলা হয় ৷ রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট আলাদা হয় এবং এতে একাধিক সুবিধা দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু এই সুবিধা সম্বন্ধে অনেকেই জানেন না ৷ এমনকি ব্যাঙ্কের তরফেও এই অ্যাকাউন্টে দেওয়া সুবিধার কথা বলা হয় না ৷ স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে কর্পোরেট, হাসপাতাল, হোটেলর কর্মচারীদের একাধিক সুবিধা দেওয়া হয় ৷
advertisement
2/4
স্টেট ব্যাঙ্কের বিভিন্ন স্যালারি ক্যাটাগরির জন্য ৪টি অপশন রয়েছে ৷ প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ৷ ৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে যাদের স্যালারি তাদের জন্য সিলভর, ২০ থেকে ৫০ হাজারের মধ্যে গোল্ড, ৫০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ডায়মন্ড ও ১ লক্ষ টাকার বেশি হলে প্ল্যাটিনাম অ্যাকাউন্ট হয় ৷ এই অনুযায়ী ডেবিট কার্ডও দেওয়া হয় ৷ নিজের অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য আপনাকে আপনার বেড়ে যাওয়া স্যালারি স্লিপের প্রুফ দিতে হবে ৷
advertisement
3/4
স্টেট ব্যাঙ্কের স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী সুবিধা মিলবে? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ফ্রি আনলিমিটেড লেনদেন করা যায় যে কোনও ব্যাঙ্কের এটিএমে ফ্রি এটিএম বা ডেবিট কার্ড জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এটিএম কার্ড ফ্রি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্রি মাল্টিসিটি চেক লকার চার্জে ৩৫ শতাংশ ছাড় ফ্রি এসএমএস অ্যালার্ট, অনলাইন NEFT/RTGS ২ মাসে স্যালারিতে অভারড্রাফ্টের সুবিধা
advertisement
4/4
আপনি ওয়েল্থ স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তবে কয়েক মাস ধরে যদি ওই অ্যাকাউন্টে স্যালারি না আসে তাহলে ব্যাঙ্ক সেটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টে বদলে ফেলবে ৷