Money Making Tips: আম নয়, এবার মালদহে এই ফুল থেকে আয় হচ্ছে বিপুল টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Money Making Tips: পাঁচ মাসের মধ্যে গাছে ফুল ফুটতে শুরু করেছে, স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এই ফুল
advertisement
1/7

গতানুগতিক চাষে নেই লাভ। তাই বিকল্প হিসাবে ফুল চাষ শুরু করেন। বাজারে ব্যাপক চাহিদা থাকলেও মালদহে রজনীগন্ধা ফুলের চাষ হয় না। এবার সেই রজনীগন্ধা চাষ করেই নতুন দিশা দেখাচ্ছেন মালদহের মোথাবাড়ির ফুল চাষী নকুল চন্দ্র মন্ডল।
advertisement
2/7
আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। আর সেই জেলায় এবার রজনীগন্ধা ফুল চাষ করে সফল হলেন নকুলবাবু। পাঁচ মাসের মধ্যে শুধু হয়েছে ফুলের ফলন। স্থানীয় বাজারেই হচ্ছে বিক্রি। এখন থেকেই লাভের মুখ দেখছেন তিনি। এই প্রথম মালদহে হচ্ছে বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ফুলের চাষ।
advertisement
3/7
মালদহের মাটিতে শুধুমাত্র যে আমের ফলন ভাল হয় তা নয়, বিকল্প ফুল চাষ করেও এই জেলায় লাভবান হওয়া যেতে পারে তার নতুন দিগন্ত দেখাচ্ছেন জেলার এই ফুল চাষী। নকুল চন্দ্র মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে আমি ফুল চাষ করছি। এবছর থেকে রজনীগন্ধা ফুল চাষ শুরু করেছি। এখন থেকেই ভাল চাহিদা রয়েছে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। আশা করছি এই ফুল চাষ করে অনেকেই লাভবান হতে পারবেন।
advertisement
4/7
মালদহের মোথাবাড়ির বাসিন্দা নকুল চন্দ্র মন্ডল। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ফুল চাষ করেন। এই বছর শুরু করেছেন রজনীগন্ধা চাষ। প্রায় এক বিঘা জমিতে রজনীগন্ধার চারা রোপন করেন। বৈশাখ মাসে এই ফুলের চারা রোপন করেছিলেন। প্রায় পাঁচ মাস গাছের বয়স হতেই ফুল ফুটতে শুরু করেছে।
advertisement
5/7
প্রায় তিন বছর পর্যন্ত গাছগুলিতে ফুল দিবে বলে তিনি জানান। গাছ রোপন করার সময় খরচ হয়েছিল প্রায় দশ হাজার টাকা। তারপর আনুষঙ্গিক কিছু খরচ হয়েছে। চাষের পদ্ধতি সঠিক সময় সার প্রয়োগ জলসেচ দিয়েই বাজিমাত রজনীগন্ধা চাষে। মালদহ জেলা উদ্যান পালন দফতের আধিকারিক সামন্ত লায়েক বলেন, আমের জন্য বিখ্যাত মালদহ জেলা।
advertisement
6/7
বর্তমানে দেখা যাচ্ছে এই জেলায় বেশ কিছু কৃষক ফুল চাষ করছেন। এলাকাগুলিতে এই ফুল চাষের চাহিদা বাড়ছে। মালদহ জেলায় এবার দেখা যাচ্ছে রজনীগন্ধা ফুল চাষ করছেন কৃষকেরা।
advertisement
7/7
মালদহ শহরের বাজারে বিক্রি হচ্ছে তার জমিতে উৎপাদিত ফুল। সারা বছর রজনীগন্ধা ফুলের চাহিদা রয়েছে। জেলার বাইরে বিক্রি করতে হচ্ছে না স্থানীয় বাজারেই ব্যাপক চাহিদা এই ফুলের। তাই উৎপাদিত ফুল বিক্রি করতেও কোন সমস্যা নেই। আগামীতে এই ফুল চাষ করে লাভবান হতে পারবেন অন্যান্য কৃষকরা বলে মনে করছেন তিনি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: আম নয়, এবার মালদহে এই ফুল থেকে আয় হচ্ছে বিপুল টাকা !