Petrol Diesel Prices: একাধিক রাজ্যে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কতটা সস্তায় মিলবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নিন বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
1/5

দেশের সরকারি তেল সংস্থাগুলি বৃহস্পতিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এদিন বেশ কয়েকটি রাজ্যে সস্তা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, আবার বেশ কিছু রাজ্যে বেড়েছে জ্বালানির দাম ৷ তবে দেশের চার মহানগর-দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ৯২.৩৭ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৷ WTI এর দাম প্রতি ব্যারেলে ৮৭.১৩ ডলার হয়েছে ৷
advertisement
2/5
বৃহস্পতিবার বিহারে পেট্রোলের দাম ৫১ পয়সা কমে প্রতি লিটারে ১০৯.১৫ টাকা হয়েছে, ডিজেলের দাম ৪৮ পয়সা কমে প্রতি লিটারে ৯৫.৮০ টাকা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোলের দাম ২২ পয়সা কমে ৯৬.৬৮ টাকা হয়েছে, ডিজেলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৮৭.০৩ টাকা ৷ রাজস্থানে পেট্রোলের দাম ১৫ পয়সা কমে ১০৮.৫৪ টাকা হয়েছে, ডিজেলের দাম কমে হয়েছে ৯৩.৭৮ টাকা ৷ একই ভাবে উত্তরপ্রদেশ পেট্রোলের দাম ২০ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৫১ টাকা হয়েছে ৷ ডিজেল কমে হয়েছে ৮৯.৬৭ টাকা ৷ এছাড়া হিমাচল প্রদেশ, গুজরাট ও তেলেঙ্গনায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গিয়েছে ৷
advertisement
3/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা কলকাতা- পেট্রোল১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
advertisement
4/5
অন্যান্য শহরে জ্বালানির দাম- নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা পটনা- পেট্রোল ১০৭.৫৯ টাকা, ডিজেল ৯৪.৩৬ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
5/5
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ টাকা গিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: একাধিক রাজ্যে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কতটা সস্তায় মিলবে