PF Interest: চাকরিজীবীদের জন্য বড় খবর! Modi সরকার ২২.৫৫ কোটি মানুষকে টাকা পাঠিয়েছে, Account Balance চেক করেছেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
EPFO Subscribers|Employees Provident Fund|Narendra Modi Government|Business: অর্থবর্ষ ২০২০-২১-এর প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছে ইপিএফও
advertisement
1/10

কেন্দ্রের এই বড় সিদ্ধান্তের (Big decision of Central Government) ফলে ২২.৫৫ কোটি অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হারে টাকা জমা পড়েছে ৷ EPFO আধিকারিক ট্যুইটারে হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
সেখানে বলা হয়েছে যে ২০২০-২১ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে টাকা ট্রান্সফার করা হয়েছে (Narendra Modi Government has transfered Interest of PF) ৷ যদি আপনিও জানতে চান অ্যাকাউন্টে টাকা এসেছে কী না তার জন্য এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
SMS-এর মাধ্যমে EPFO-তে যে নম্বর রেজিস্টার করা আছে তার মাধ্যমে 7738299899-এ EPFO UAN LAN (ভাষা) লিখে পাঠাতে হবে ৷ LAN অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
ধরে নেওয়া যাক কেউ ইংরেজিতে এটি দেখতে চাইছেন সেক্ষেত্রে তাঁকে লিখতে হবে LAN-এর জায়গায় ENG ৷ এই রকমেই যদি কেউ হিন্দি ভাষায় চান তাঁকে LAN লিখে HIN, বাংলা হলে LAN লিখে BAN লিখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
হিন্দিতে তথ্যের জন্য EPFOHO UAN HIN মেসেজ পাঠাতে হবে ৷ চাইলে মিসকলের মাধ্যমেও ইপিএফের ব্যালান্স জানতে পারেন এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 মিস করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
ওয়েবসাইটের মাধ্যমেও ইপিএফের ব্যালান্স (EPF Balance) জানতে পারা যায় ৷ EPF Passbook পোর্টালে ভিজিট করতে হবে ৷ সেখানেই UAN ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
এরপরে Download/View Passbook-এ গিয়ে ক্লিক করতে পারেন ৷ ফের চোখের সামনে পাসবুক খুলবে সেখানেই ব্যালান্স দেখতে পাবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷ এরপরে Download/View Passbook-এ গিয়ে ক্লিক করতে পারেন ৷ ফের চোখের সামনে পাসবুক খুলবে সেখানেই ব্যালান্স দেখতে পাবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
যদি কারও কাছে স্মার্টফোন থাকে সেক্ষেত্রে যখন তখন প্রভিডেন্ট ফান্ডের ডিটেল্স চেক করতে পারেন, সেখানেই দেখতে পাবেন ব্যালান্স ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
এর জন্য উমঙ্গ অ্যাপে EPFO-তে ক্লিক করতে পারেন ৷ এরপরে Employee Centric Services, তারপরে View Passbook ক্লিক করতে হবে, UAN ও পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
এরপরেই রেজিস্টার্ড মোবাইলে (Registered Mobile Number) ওটিপি (OTP) যাবে সেটি দিলেই দেখতে পাবেন PF-Sর সর্বশেষ ব্যালান্স ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PF Interest: চাকরিজীবীদের জন্য বড় খবর! Modi সরকার ২২.৫৫ কোটি মানুষকে টাকা পাঠিয়েছে, Account Balance চেক করেছেন?