TRENDING:

এমারজেন্সির সময় PF অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা, কোনওরকম পেপারওয়ার্কের প্রয়োজন হবে না, জেনে নিন

Last Updated:
সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি মাসে EPFO তাদের আইটি সিস্টেম ৩.০-তে কাজ শুরু করে দিতে পারে।
advertisement
1/9
এমারজেন্সির সময় PF অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা, পেপারওয়ার্কের প্রয়োজন হবে না
এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO তাদের সদস্যদের ব্যাঙ্কিং সেক্টরের মতো বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য কাজ করে চলেছে। এর মাধ্যমে EPFO তাদের সদস্যদের এমারজেন্সির সময় সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যবস্থা করতে পারে। এর জন্য EPFO-এর সদস্যদের কোনওরকম পেপারওয়ার্ক করতে হবে না। জানা গিয়েছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা যাবে। কিন্তু, সেই পরিমাণ কত হতে পারে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
2/9
জানা গিয়েছে যে, এর জন্য EPFO-এর অধিকারী শ্রম এবং রোজগার মন্ত্রালয়ের সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে পরামর্শ করছে। সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি মাসে EPFO তাদের আইটি সিস্টেম ৩.০-তে কাজ শুরু করে দিতে পারে।
advertisement
3/9
আইটি সিস্টেমে কেমন বদল হতে পারে -আইটি সিস্টেমে বদল অর্থমন্ত্রক, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের মতামত অনুযায়ী করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে EPFO বিভিন্ন ধরনের মতামত পেয়েছে। EPFO চায় এমারজেন্সির সময় যেন তাদের সদস্যরা নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি তুলতে পারে। এর জন্য যেন তাদের কোনওরকম পেপারওয়ার্ক করার প্রয়োজন না হয়।
advertisement
4/9
EPFO যে মতামত পেয়েছে, তার মধ্যে রয়েছে, এই সংগঠন যেন নতুন কোনও কার্ড চালু না করে। বরং নিজেদের সদস্যদের EPFO অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এমারজেন্সির সময় তোলার অনুমতি দিতে পারে।
advertisement
5/9
ব্যাঙ্কিং সেক্টরের নজরে কাজ করবে পুরো সিস্টেম -এর জন্য EPFO-এর সদস্যরা পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে নির্দিষ্ট পরিমাণ টাকা সহজেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এরপর তাঁরা ব্যাঙ্কের ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর মাধ্যমে সেই টাকা ব্যবহার করতে পারবেন। এই ভাবে এই পুরো সিস্টেম ব্যাঙ্কিং সেক্টরের নজরদারিতে থাকবে।
advertisement
6/9
ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক হবে পিএফ অ্যাকাউন্ট -এর জন্য EPFO-কে সকল ব্যাঙ্কের সঙ্গে সদস্যদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করাতে হবে। মনে করা হচ্ছে জুন মাসের মধ্যে আইটি সিস্টেম ৩.০-এর কাজ পুরো শেষ হতে পারে।
advertisement
7/9
আলাদা কার্ডে ঝামেলা হতে পারে -EPFO যদি তাদের সদস্যদের জন্য আলাদা করে কোনও এটিএম কার্ড চালু করে, তাহলে অনেক ধরনের পরিবর্তন করতে হতে পারে পুরো সিস্টেমে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্কের থেকে লাইসেন্স সহ অন্যান্য অনুমতি নিতে লাগবে। এর জন্য বিভিন্ন দিক পর্যালোচনা করে সবথেকে সহজ এবং সঠিক পদ্ধতি নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।
advertisement
8/9
এইরকম হতে পারে নতুন সিস্টেম -বিভিন্ন জায়গা থেকে পাওয়া মতামত অনুযায়ী EPFO-কে জানানো হয়েছে যে, তাদের সদস্যদের জন্য আলাদা করে কোনও এটিএম কার্ড চালু করার প্রয়োজন নেই। বরং তাদের সদস্যদের এমারজেন্সির সময় নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি তুলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। EPFO-এর সদস্যরা পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে নির্দিষ্ট পরিমাণ টাকা সহজেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
advertisement
9/9
নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা যাবে -নতুন সিস্টেম চালু হলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকাই কেবল তোলা যাবে নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে। যে পরিমাণ নির্ধারণ করা হবে তার থেকে বেশি টাকা তোলা যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এমারজেন্সির সময় PF অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা, কোনওরকম পেপারওয়ার্কের প্রয়োজন হবে না, জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল