TRENDING:

Provident Fund Rule Change: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড়সড় বদল, PF ক্লেমের ক্ষেত্রে মিলবে বিশেষ সুবিধা, কারা পাবেন দেখুন

Last Updated:
EPFO Rule Change: পিএফ ক্লেমের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN-এর সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এতদিন এটাই ছিল নিয়ম।
advertisement
1/7
PF-এর নিয়মে বড়সড় বদল, ক্লেমের ক্ষেত্রে মিলবে বিশেষ সুবিধা, কারা পাবেন দেখে নিন
পিএফ ক্লেম সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কিছু কর্মচারীদের জন্য এখন আর আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়। যে সব কর্মীদের আধার কার্ড নেই, কোনও কারণে তৈরি করতে পারেননি বা আধার তৈরি সম্ভব নয়, তাঁদের জন্য এটা স্বস্তির খবর।
advertisement
2/7
আধার ছাড়াই করা যাবে ক্লেম: যে সব কর্মীর আধার কার্ড নেই, তাঁরাও এখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় পিএফ ক্লেম করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস বা অন্যান্য সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। ক্লেমের পরিমাণ যদি ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে কোম্পানি বা নিয়োগকারীকে কর্মীর পরিচয় যাচাই করতে হবে বলে জানিয়ে দিয়েছে ইপিএফও।
advertisement
3/7
কাদের জন্য আনা হল এই নিয়ম: পিএফ ক্লেমের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN-এর সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এতদিন এটাই ছিল নিয়ম। তবে এবার কিছু ব্যক্তিকে এই নিয়মের বাইরে রাখা হল। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তাঁরা কারা?
advertisement
4/7
আন্তর্জাতিক কর্মী, যাঁরা ভারতে কাজ করার পরে নিজের দেশে ফিরে গিয়েছেন। আধার কার্ড তৈরি করতে পারেননি। বিদেশি নাগরিকত্ব পেয়েছেন এমন ভারতীয়, যাঁদের আধার কার্ড নেই। নেপাল এবং ভুটানের নাগরিক, যাঁদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়।
advertisement
5/7
প্রাক্তন ভারতীয় নাগরিক। যাঁরা স্থায়ীভাবে বিদেশে বসবাস শুরু করেছেন। ভারতে আর আধার কার্ড তৈরি করাননি।ক্লেম প্রসেসের নিয়ম: আধিকারিকদের সমস্ত পিএফ ক্লেম খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বলে দেওয়া হয়েছে, সমস্ত ক্লেম ই-অফিস ফাইল সিস্টেমের মাধ্যমে অনুমোদনকারী অফিসারের কাছে প্রসেসিংয়ের জন্য পাঠাতে হবে।
advertisement
6/7
কর্মচারীদের সুবিধার জন্য বিশেষ পরামর্শ: কর্মচারীদেরও কিছু পরামর্শ দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তাঁদের পুরনো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN ব্যবহার করতে এবং কাজের সমস্ত রেকর্ড তাতে স্থানান্তর করতে বলা হয়েছে।
advertisement
7/7
নতুন নিয়মে কর্মচারীদের স্বস্তি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের এই নিয়ম পরিবর্তনের ফলে সেই কর্মচারীদের বড় সুরাহা হল যাঁরা আধার কার্ড না থাকার কারণে পিএফ ক্লেম করতে পারছিলেন না। আধার ছাড়াই এখন তাঁরা প্রাপ্য সুবিধা পাবেন। বঞ্চিত হতে হবে না। তবে বাকিদের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করার নিয়ম লাগু থাকছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Provident Fund Rule Change: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড়সড় বদল, PF ক্লেমের ক্ষেত্রে মিলবে বিশেষ সুবিধা, কারা পাবেন দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল