EPFO Interest Rate: চলতি সপ্তাহে অ্যাকাউন্টে আসবে সুদ ! ৫টি সহজ উপায়ে চেক করে নিন EPFO ব্যালেন্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
EPFO Interest Rate: EPFO এই সপ্তাহেই ৮.২৫% হারে সুদ জমা করছে অ্যাকাউন্টে। SMS, মিসড কল, অ্যাপ কিংবা ওয়েবসাইট—মাত্র ৫টি সহজ উপায়ে আপনি নিজের PF ব্যালেন্স দেখে নিতে পারবেন খুব সহজেই। জেনে নিন এখনই পদ্ধতিগুলি।
advertisement
1/9

শীঘ্রই ইপিএফও অ্যাকাউন্টে আসতে চলেছে সুদের টাকা ৷ বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়ের আগেই ৯৬.৫১ শতাংশের বেশি EPFO অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে সুদ এই সপ্তাহের মধ্যেই জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/9
TOI-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন যে EPFO এই সপ্তাহের মধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সদস্যদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
advertisement
3/9
চলতি বছর, ১৩.৮৮ লাখ প্রতিষ্ঠান ও তাদের অধীনে থাকা ৩৩.৫৬ কোটি সদস্যের অ্যাকাউন্টে বার্ষিক আপডেট করতে হয়েছে ৷ এর মধ্যে ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লাখ প্রতিষ্ঠানের ৩২.৩৯ কোটি সদস্য অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে, পিটিআই-কে এমনটাই জানিয়েছেন মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি আরও বলেন, বাকি অ্যাকাউন্টগুলিও এই সপ্তাহের মধ্যেই আপডেট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
4/9
EPFO সদস্যরা পাঁচ ভাবে তাদের ব্যালেন্স চেক করতে পারেন।২০২৫ সালে কীভাবে EPFO ব্যালেন্স চেক করবেন?
advertisement
5/9
১. UMANG অ্যাপ ব্যবহার করেUMANG অ্যাপটি ডাউনলোড করুন।আপনার মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন করুন।EPFO → View Passbook অপশনে যান।আপনার UAN ও OTP দিন এবং ব্যালেন্স দেখে নিন।
advertisement
6/9
২. EPFO-র ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স দেখুনভিজিট করুন: epfindia.gov.inক্লিক করুন: Services → For Employees → Member Passbookআপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং পাসবুক চেক করুন।
advertisement
7/9
৩. মিসড কলের মাধ্যমেআপনার রেজিস্টার্ড নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিন।আপনার সর্বশেষ পিএফ ব্যালেন্স সংক্রান্ত একটি SMS পাবেন।
advertisement
8/9
৪. SMS-এর মাধ্যমেমেসেজ করুন: EPFOHO UAN ENG → পাঠান এই নম্বরে: 7738299899ENG-এর পরিবর্তে আপনি আপনার পছন্দের ভাষার কোড ব্যবহার করতে পারেন, যেমন:HIN (হিন্দি), TAM (তামিল), BEN (বাংলা) ইত্যাদি।
advertisement
9/9
৫. DigiLocker-এর মাধ্যমেআপনার UAN নম্বর DigiLocker-এর সঙ্গে লিংক করুন।অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে PF ব্যালেন্স ও স্টেটমেন্ট সহজেই দেখে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO Interest Rate: চলতি সপ্তাহে অ্যাকাউন্টে আসবে সুদ ! ৫টি সহজ উপায়ে চেক করে নিন EPFO ব্যালেন্স