Employee Pension Scheme: পেনশন নিয়ে বিরাট খবর! ১৫ হাজার সীমা শেষ! EPS-এর Big Update
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Employee Pension Scheme: চাকরিজীবীদের জন্য অত্যন্ত বড় খবর পেনশনের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে!
advertisement
1/17

কর্মজীবন থেকে অবসরের পরে পেনশন হল জীবনে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অবলম্বন ৷ সেই পেনশন নিয়েই এক ভাল খবর আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/17
EPFO-র বিচার বিবেচনায় আছে যাঁরা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের জন্য নতুন পেনশন (Pension Scheme) স্কিমের বিচার বিবেচনা চলছে ৷ অন্তত এমনটাই জানতে পারা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/17
এম্প্লই পেনশন স্কিম (EPS) অন্তর্গত সরকার প্রয়োগ করা ক্যাপ খুলতে পারেন সরকার ৷ জেনে নিন এরফলে কী হতে পারে জীবনে কেমন প্রভাব পড়েত পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/17
বর্তমানে সর্বাধিক পেনশন যোগ্য বেতন ১৫,০০০ টাকা প্রতি মাসে ৷ অর্থাৎ বেতন যতই হোক না কেন পেনশনের গণনা ১৫,০০০ টাকার নিরিখেই হবে ৷ এই পরিসীমা সরানোর জন্য মামলা হাইকোর্টে চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/17
চাকরিরত সমস্ত মানুষই ইপিএসের সদস্য হয়ে যান ৷ প্রতিটি কর্মীর বেতনের ১২ শতাংশ অংশ ইপিএফে জমা দিয়ে থাকেন ৷ এই একই সংখ্যক টাকা সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/17
কিন্তু এর মধ্যে একটি অংশ ৮.৩৩ শতাংশ হারে ইপিএসে জমা পড়ে ৷ ১৫,০০০ টাকার সীমার কারণে মোট পেনশন (১৫,০০০ এর ৮.৩৩%) অর্থাৎ ১,২৫০ টাকা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/17
কর্মবসেরর সময়ে পেনশনের পরিমাণ ১৫,০০০ টাকা মানা হয়ে থাকে ৷ এই হিসাবে এক কর্মচারীকে ইপিএসের অন্তর্গত মাত্রা ৭,৫০০ টাকাই পেনশন দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/17
এবার জেনে নেওয়া যাক যে এই গণনা কীভাবে হয় ৷ এটা মাথায় রাকতে হবে যে কর্মী ১ সেপ্টেম্বর ২০১৪-এর আগে শুরু করেছেন তাঁদের জন্য মাসিক পেনশনের যোগদানের বেতনের সর্বাধিক বেতনের সীমা ৬,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/17
১ সেপ্টেম্বর ২০১৪ পরে পিএফের সঙ্গে সংযুক্ত হলে সর্বাধিক বেতনের সীমা হবে ১৫,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/17
ইপিএসের পেনশন নির্ণয়ের সূত্র, মাসিক পেনশন= (পেনশনযোগ্য বেতন x EPS যোগদানের বয়স)/৭০, ধরে নেওয়া যাক কোনও কর্মী ১ সেপ্টেম্বর ২০১৪-এরপরে যোগদান শুরু করেছেন পিএফে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/17
সেক্ষেত্রে ১৫,০০০ টাকার উপরে যোগদান করা তা ধরাও হবে ৷ ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি ৩০ বছর ধরে চাকরি করেছেন সেক্ষেত্রে তাঁর মাসিক পেনশন হবে ১৫,০০০X৩০/৭০= ৬,৪২৮ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/17
সর্বাধিক ও সর্বনিম্ন পেনশনের পরিমাণ ৷ ৬ মাস বা তার থেকে বেশি দিনের সার্ভিসকে ১ বছর হিসাবে ধরে নিয়ে সেই হিসাবেই গণনা করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/17
যদি কোনও ব্যক্তি ১৪ বছর ৭ মাস করেন সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তিনি ১৫ বছর কাজ করেছেন ৷ ইপিএসের পক্ষ থেকে মাসিক পেনশনের সর্বনিম্ন সীমা ১,০০০ টাকা ও সর্বাধিক ৭,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/17
যদি ১৫,০০০ টাকার সীমা উঠে যায় ৷ সেক্ষেত্রে যদি বেসিক বেতন ২০,০০০ টাকা হয়ে থাকে ইপিএসের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন (২০,০০০X৩০)/৭০ = ৮,৫৭১ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/17
ইপিএস পেনশনের বর্তমান শর্তগুলি হল পেনশন পেতে গেলে ইপিএসের সদস্য হতে হবে, কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে ৷ ৫৮ বছর হলেই পাবেন পেনশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/17
৫০ বছর বয়সের পরে বা ৫৮ বছরের আগে পেনশন নিতে গেলে বিকল্প পথ আছে ৷ বয়স না হওয়ার আগে পেনশন নিতে গেলে কম পেনশন পাবেন ৷ তার জন্য 10D আবেদনপত্র পূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/17
কর্মচারীর মৃত্যু হলে পেনশন পান তাঁর বাড়ির লোকেরা ৷ কর্মজীবন ১০ বছরের কম হলে ৫৮ বছরে পেনশনের টাকা তোলার অপশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Employee Pension Scheme: পেনশন নিয়ে বিরাট খবর! ১৫ হাজার সীমা শেষ! EPS-এর Big Update