EPFO Alert |UAN-AADHAAR Link: আর মাত্র কয়েক ঘণ্টা! আজকের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে টাকা! জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
EPFO Alert | UAN-AADHAAR Link: আজ ৩১ ডিসেম্বর ২০২১ শেষ তারিখ। EPFO বিনিয়োগকারীদের জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।
advertisement
1/7

কর্মরত সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আপনারও যদি একটি PF অ্যাকাউন্ট থাকে, তাহলে আজই UAN কে আধারের সঙ্গে লিঙ্ক করে নিন। কারণ আজ ৩১ ডিসেম্বর ২০২১ শেষ তারিখ। EPFO বিনিয়োগকারীদের জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। এটা না করলে আগামী দিনে সমস্যা হতে পারে এবং PF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
2/7
আপনি এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে পিএফ অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেন। জেনে নিন কেন পিএফ অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করা জরুরি।
advertisement
3/7
সামাজিক নিরাপত্তা কোডের ১৪২ ধারার অধীনে আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি আপনার আধার আপনার UAN এর সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে আপনার নিয়োগকর্তা আপনার EPF অ্যাকাউন্টে মাসিক PF অবদান জমা করতে পারবেন না। এছাড়াও, লিঙ্ক করা না হওয়া পর্যন্ত, আপনি আপনার ইপিএফ কর্পাস থেকে ঋণ নিতে বা তুলতে পারবেন না।
advertisement
4/7
৩১ ডিসেম্বরের মধ্যে আধার সংযুক্তিকরণের কাজ না করলে ভুগতে হবে আপনাকেই। UAN-AADHAAR Link না করলে সমস্যায় পড়বেন আপনি। জেনে নিন কীভাবে করতে হবে এই কাজ।
advertisement
5/7
UAN-AADHAAR Link: আপনি যদি আধার কার্ডের সঙ্গে EPFO (Employee Provident Fund Organisation)-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) লিঙ্ক না করে থাকেন, তাহলে এখনই সেরে ফেলুন এই কাজ।
advertisement
6/7
EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhar)নম্বর যদি লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, EPFO থেকে আপনার অর্থ তুলতে গিয়েও সমস্যার সৃষ্টি হবে। যদি EPF অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে EPFO-এর সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি।
advertisement
7/7
UAN-AADHAAR Link: এর আগেই এই কাজের শেষসীমার মেয়াদ বাড়ানো হয়েছিল। গত ৩০ নভেম্বর UAN-AADHAAR Link-এর শেষ তারিখ থাকলেও ১ মাস এই সময় বাড়ানো হয়। এই সময়সীমা ৩১ ডিসেম্বর আজই শেষ হচ্ছে। করোনা মহামারীর জন্যই শ্রমমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO Alert |UAN-AADHAAR Link: আর মাত্র কয়েক ঘণ্টা! আজকের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে টাকা! জানুন...