ATM থেকেই তুলতে পারবেন PF-র টাকা, উপকৃত হবেন ৭ কোটি কর্মচারী, কবে থেকে মিলবে সুবিধা? রইল বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
EPF Money Withdrawal From ATM: শ্রম সচিব সুমিতা ডাওরা জানিয়েছেন, বর্তমানে আইটি সিস্টেমকে উন্নত করার কাজ চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে লাগাতার কাজ করছে।
advertisement
1/7

এটিএম থেকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন কর্মীরা। উপকৃত হবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের প্রায় ৭ কোটি সদস্য। কয়েকদিন আগেই এই খবর সামনে এসেছিল। এবার জানা গেল, কবে থেকে এই সুবিধা মিলবে।
advertisement
2/7
শ্রম সচিব সুমিতা ডাওরা জানিয়েছেন, বর্তমানে আইটি সিস্টেমকে উন্নত করার কাজ চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে লাগাতার কাজ করছে। এরপরই তিনি বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ইপিএফও-তে বড় ধরণের সংস্কার আসতে চলেছে। তখন এটিএম থেকেই পিএফের টাকা তুলতে পারবেন কর্মীরা।
advertisement
3/7
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা ডাওরার কথায়, “পিএফ ব্যবস্থায় আইটি সিস্টেমে আরও উন্নতির কাজ চলছে। এর আগেও বেশ কিছু সংস্কার হয়েছিল। ক্লেমের নিষ্পত্তি আগের চেয়ে অনেক দ্রুত হচ্ছে। স্বতঃস্ফূর্ত ক্লেমের বৃদ্ধিও হয়েছে।”
advertisement
4/7
সঙ্গে তিনি যোগ করেন, “প্রভিডেন্ট ফান্ড বিতরণের প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ব্যবস্থা সরিয়ে ফেলা হচ্ছে। আমাদের লক্ষ্য হল, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আইটি কাঠামোকে ব্যাঙ্কিং সেক্টরের মতো করে গড়ে তোলা। ২০২৫-এর জানুয়ারি থেকেই বড় সংস্কার দেখতে পাবেন কর্মীরা। যাঁদের কাছে EPFO এর IT 2.1 ভার্সন থাকবে তাঁরা সরাসরি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ড তুলতে পারেবন। অনেক নতুন প্রযুক্তি আসছে। সিস্টেম আমূল বদলে ফেলা হচ্ছে।”
advertisement
5/7
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে সক্রিয় অবদানকারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইপিএফও খাতে সরকারের প্রতিশ্রুতি এবং কর্মীদের জীবনযাপনের সার্বিক উন্নতির জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কেও বিস্তারে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা ডাওরা।
advertisement
6/7
সরকারের খুব দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করছে। কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কোনও বিশেষ সময়সীমা উল্লেখ করেননি। পিএফ তোলার জন্য সরকার নতুন কার্ড জারি করতে পারে বলেও জানিয়েছেন তিনি। এতে টাকা তোলা সহজ হবে। যে কোনও এটিএম থেকেই পিএফ তুলতে পারবেন কর্মীরা। তবে মোট জমা অর্থের ৫০ শতাংশই তোলা যাবে। তার বেশি নয়। এমনটাই জানা গিয়েছে।
advertisement
7/7
ইপিএফও থেকে টাকা তোলার নিয়ম: চাকরিরত অবস্থায় পিএফ-এর পুরো টাকা তোলার অনুমতি দেওয়া হয় না। আংশিক টাকাও তোলা যায় না। তবে যদি কেউ চাকরি ছেড়ে দেন বা এক মাস বেকার থাকেন, তাহলে মোট পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারেন। আর যদি টানা দুই মাস বেকার থাকেন, তাহলে পুরো টাকা তুলতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM থেকেই তুলতে পারবেন PF-র টাকা, উপকৃত হবেন ৭ কোটি কর্মচারী, কবে থেকে মিলবে সুবিধা? রইল বিস্তারিত