EPF Calculator: ৪৫ বছরে EPF-এ সুদের হার সর্বনিম্ন! আপনার কত টাকা লোকসান? কী করে বুঝবেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
EPF Calculator: ৮.৫% থেকে কমিয়ে ৮.১% (Interest Rate) করা হয়েছে ইপিএফ-এ সুদের হার। গত ৪ দশকে এটাই সর্বনিম্ন। এর জেরে প্রায় সাড়ে ৬ কোটি চাকরিজীবী ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
1/10

২০২১-২২ অর্থবর্ষে ব্যাপক হরে কমল ইপিএফ বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPFO) সুদের হার। ৮.৫% থেকে কমিয়ে ৮.১% (Interest Rate) করা হয়েছে সুদের হার। জানা গিয়েছে, গত ৪ দশকে ইপিএফ-এ এটাই সর্বনিম্ন। এই সিদ্ধান্তের জেরে প্রায় সাড়ে ৬ কোটি চাকরিজীবী ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
2/10
নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) গুয়াহাটিতে বৈঠকে বসেছিল। সেখানেই অর্থ মন্ত্রকের কাছে চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থের উপর সুদের হার ৮.১% করার সুপারিশ রাখা হয়। আর সেই সুপারিশ মেনেই ইপিএফের সুদ কমানোর সিদ্ধান্তে সায় দিয়েছে অর্থ মন্ত্রক। এখন প্রশ্ন হল এর ফলে আপনি আপনি কতটা ধাক্কা খাবেন?
advertisement
3/10
একধাক্কায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। যা গত ৪৫ বছরে সর্বনিম্ন। এর আগে ১৯৭৭-৭৮ সালে ইপিএফে সুদের হার ছিল আট শতাংশ।
advertisement
4/10
সাধারণত কর্মচারীর বেসিক স্যালারি এবং মহার্ঘ ভাতা (ডিএ) মিলিয়ে মাসিক বেতন যা হয়, তার উপর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার ধার্য করা হয়। ‘এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন’ বাবদ যে ১২ শতাংশ অর্থ দেওয়া হয়, তার ৩.৬৭ শতাংশ যায় প্রত্যেক কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্টে। বাকি টাকা জমা পড়ে এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস)।
advertisement
5/10
এই পরিস্থিতিতে একধাক্কায় ইপিএফের সুদের হার কমিয়ে দেওয়ায় কর্মচারীদের সঞ্চয়ে মোটারকম কোপ পড়তে চলেছে। মূল্যবৃদ্ধির মধ্যে যা কর্মচারীদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। এক্ষেত্রে কর্মচারীদের কত টাকার লোকসান হয়েছে, তা দেখে নিন একনজরে -
advertisement
6/10
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হারের ক্যালকুলেটর (EPF Calculator): ১) ধরা যাক, বেসিক স্যালারি এবং মহার্ঘ ভাতা (ডিএ) মিলিয়ে কোনও কর্মচারীর মাসিক বেতন ১৫,০০০ টাকা। আর ইপিএফে সুদের হার ৮.১ শতাংশ।
advertisement
7/10
২) বেসিক স্যালারি+ডিএ = ১৫,০০০ টাকা। ৩) ইপিএফে কর্মচারীদের প্রদেয় টাকা (এমপ্লয়িজ কন্ট্রিবিউশন): ১৫,০০০ টাকার ১২ শতাংশ অর্থাৎ ১,৮০০ টাকা।
advertisement
8/10
৪) ইপিএসে কোম্পানির প্রদেয় টাকা (এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন): ১৫,০০০ টাকার ৮.৩৩ শতাংশ অর্থাৎ ১,২৫০ টাকা। ৫) ইপিএফে কোম্পানির প্রদেয় টাকা (এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন): ১,৮০০ টাকা - ১,২৫০ টাকা = ৫৫০ টাকা।
advertisement
9/10
৬) প্রতি মাসে মোট ইপিএফ জমা পড়ে: ১,৮০০ টাকা + ৫৫০ টাকা = ২,৩৫০ টাকা। এক্ষেত্রে ইপিএফে সুদের হার ৮.১ শতাংশ হলে প্রতি মাসে ০.৬৭৫ শতাংশ হবে। যা আগে ছিল ০.৭০৮ (৮.৫ শতাংশ হারে)। ৭) প্রথম মাসে ইপিএফে মোট প্রদেয় টাকা: ২,৩৫০ টাকা।
advertisement
10/10
৮) এপ্রিলে ইপিএফে মোট প্রদেয় টাকা: ২,৩৫০ টাকা। ৯) মে মাসে ইপিএফে কত সুদ হবে? ৪৭০০ টাকা*০.৬৭৫ শতাংশ = ৩১.৭২ টাকা হবে। আগে যা হতে পারত ৩৩.২৯ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPF Calculator: ৪৫ বছরে EPF-এ সুদের হার সর্বনিম্ন! আপনার কত টাকা লোকসান? কী করে বুঝবেন?