TRENDING:

Eggshell Art Carving: ডিমের খোসা আর ফেলনা নয়! শিল্পীর ছোঁয়ায় বদলে গেল রূপ, দেখলে চমকে যাবেন!

Last Updated:
Eggshell Art Carving: ফেলনা ডিমের খোসা শিল্পীর ছোঁয়ায় হয়ে উঠছে অনন্য শিল্পকর্ম। হাঁসের ডিমের খোসায় জালি কাটিং করে তৈরি হচ্ছে নজরকাড়া ঘর সাজানোর সামগ্রী।
advertisement
1/7
ডিমের খোসা আর ফেলনা নয়! শিল্পীর ছোঁয়ায় বদলে গেল রূপ, দেখলে চমকে যাবেন!
ডিমের খোসার কারুকার্য, দেখলে চমকে যাবার মত! সাধারণ ডিমের খোসা শিল্পীর ছোঁয়ায় হয়ে উঠছে অসাধারণ শিল্প কর্ম। বিশেষ কৌশল জানলেই ডিমের খোসা আর ফেলনা নয়। কিভাবে বানাবেন বিস্তারিত জানাচ্ছেন শিল্পী, ডিমের এই খোসা দিয়েই ঘর হয়ে উঠবে অসাধারণ সাজের মোড়কে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
এদেশে এই জিনিসের সেভাবে দেখা মেলে না, তবে বিদেশে এই জিনিস বিভিন্ন উৎসবে ঘর সাজানো বিশেষ করে ক্রিসমাস উৎসবে ব্যবহারের পাশাপাশি জুয়েলারি গিফট বক্স হিসেবেও ব্যবহার হয় বলে জানাচ্ছেন শিল্পী।
advertisement
3/7
শিল্পী গোবিন্দ হাজরা গত কয়েক মাসে প্রায় ১০০ ডিমের খোসা জালি কাটিং করে অনন্য রূপ দিয়েছেন। পাতলা ডিমের খোসা যত্নে কাটিং করে আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
advertisement
4/7
এই শিল্পকর্মের জন্য প্রয়োজন হাঁসের ডিম। খোসা কিছুটা শক্ত হলে কাজ আরও সহজ। ডিমের খোসার দুই প্রান্তে ছোট ছিদ্র করে বাতাসের চাপ দিয়ে ভিতরের অংশ বের করে নেওয়া। এরপর শুকিয়ে ডিমের খোসার উপর পেন্সিল দিয়ে নকশা করে নেওয়া।
advertisement
5/7
নকশা অনুযায়ী মাইক্রো ডিলের সাহায্যে কাটিং করা। আলতো হাতে ধরে, ধৈর্য্যর সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এরপর কাটিং সম্পন্ন হলে জলে খোসা ভিজে ভেতরের পাতলা আস্তরণ চিমটির সাহায্যে বের করে নেওয়া।
advertisement
6/7
এ প্রসঙ্গে শিল্পী গোবিন্দ হাজরা জানান, ইচ্ছে থাকলে যে কেউ ব্যক্তি করতে পারেন তবে ডিমের খোসায় নকশা কাটিং বা জালি কাটিং এর জন্য হাতের ব্যালেন্স গুরুত্বপূর্ণ। এই কাজ শেখাতে ইচ্ছুক বলে জানিয়েছেন, শিল্পী গোবিন্দ হাজরা।
advertisement
7/7
প্রথমে পাতলা কাঠের উপর মাইক্রোডিল চালানোর অভ্যাস করে এরপর ধীরে ধীরে ডিমের খোসার উপর কাটিং এর ব্যালেন্স তৈরি করা। ডিমের খোসার উপর কাটিং করতে এক একটি সময় লাগে এক থেকে দুই দিন। এরপর কাজের সঙ্গে ধীরে ধীরে অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Eggshell Art Carving: ডিমের খোসা আর ফেলনা নয়! শিল্পীর ছোঁয়ায় বদলে গেল রূপ, দেখলে চমকে যাবেন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল