TRENDING:

Agriculture News: সারা বছর চাহিদা থাকে তুঙ্গে, খরচ-পরিশ্রম দুটোই কম! পূর্বস্থলীর চাষিদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ

Last Updated:
East Bardhaman Agriculture News: একসময় যেখানে ধানই ছিল প্রধান ফসল, এখন সেখানে বিঘার পর বিঘা জমিতে সারি সারি অন্যরকম চাষ চোখে পড়ছে। ধান ও আলুর পাশাপাশি কম পরিশ্রমে ভাল আয় হওয়ায় চাষিদের মধ্যে দ্রুত বাড়ছে চাষের প্রবণতা।
advertisement
1/5
খরচ-পরিশ্রম দুটোই কম! পূর্বস্থলীর চাষিদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ
ধান নয়, পেঁপে চাষ করেই এখন লাভবান হচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বহু চাষি। একসময় যেখানে ধানই ছিল প্রধান ফসল, এখন সেখানে বিঘার পর বিঘা জমিতে সারি সারি পেঁপে গাছ চোখে পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল কোনও পেঁপের বাগান। ধান ও আলুর পাশাপাশি কম পরিশ্রমে ভাল আয় হওয়ায় চাষিদের মধ্যে দ্রুত বাড়ছে পেঁপে চাষের প্রবণতা। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
পূর্বস্থলী ২ ব্লকের বিশ্বরম্ভা এলাকার চাষি শিবু সাঁতরা জানান, “১ বিঘা জমিতে প্রথমে প্রায় ১৫ হাজার টাকা খরচ পড়ে। কিন্তু একবার ফল ধরলে সেই জমি থেকে ৬ কুইন্টাল পর্যন্ত পেঁপে পাওয়া যায়। লাভও বেশ ভাল হয়।” তার মতে, ধানের তুলনায় পেঁপে চাষ সহজ, ঝুঁকি কম এবং পরিচর্যাও তুলনামূলকভাবে স্বল্প।
advertisement
3/5
ধান চাষে বর্তমানে পোকার আক্রমণ, শ্রমিক সংকট-সহ নানা সমস্যায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তাই বহু চাষি এখন বিকল্প লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। কেউ ফুল, কেউ সবজি, আবার অনেকেই এখন পেঁপেকে বেছে নিচ্ছেন, কারণ এতে দীর্ঘমেয়াদে আয়ের সম্ভাবনা অনেক বেশি।
advertisement
4/5
পেঁপে চাষি রনজিৎ দাস বলেন, “১ বিঘা জমিতে পেঁপে লাগালে সারা বছরই উপার্জন সম্ভব। গরমকালে দাম বেশি থাকে, শীতকালেও মোটামুটি আয় হয়। এই চাষ দীর্ঘদিন ধরে ফল দেয়, তাই সংসার চালানো সহজ হয়।” চাষিদের মতে, নিয়মিত জল, সামান্য সার ও আগাছা পরিষ্কার এই সামান্য পরিচর্যাই যথেষ্ট।
advertisement
5/5
বাজারে সারা বছরই পেঁপের চাহিদা থাকে, ফলে দামও স্থিতিশীল থাকে। রোগ পোকার আক্রমণ কম হওয়ায় উৎপাদন ক্ষতির সম্ভাবনাও তুলনামূলক কম। বিশ্বরম্ভার চাষিরা বলছেন, অল্প মূলধন বিনিয়োগ করে বছরের পর বছর ধারাবাহিক আয় করা সম্ভব হওয়ায় ধান থেকে সরে এসে এখন অনেকেই পেঁপে চাষকেই স্থায়ী আয়ের উৎস হিসেবে গ্রহণ করছেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: সারা বছর চাহিদা থাকে তুঙ্গে, খরচ-পরিশ্রম দুটোই কম! পূর্বস্থলীর চাষিদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল