TRENDING:

Earn Money: এই স্টকে টাকা বিনিয়োগ করে তিন মাসেই কোটিপতি! বিনিয়োগকারীদের ‘বল্লে বল্লে’

Last Updated:
Earn Money - গত ৬ মাসে এই শেয়ার ৮০০ শতাংশের বেশি বেড়েছে।
advertisement
1/7
এই স্টকে টাকা বিনিয়োগ করে তিন মাসেই কোটিপতি! বিনিয়োগকারীদের ‘বল্লে বল্লে’
: এখনকার দিনে বহু মানুষ স্টকে ইনভেস্ট করেন৷ শেয়ার মার্কেট ওপেন মার্কেট তাতে অর্থনিবেশ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এটাও সকলেই জানেন কিন্তু তাও এখানে যেহেতু গ্রোথের সম্ভাবনা অত্যন্ত বেশি তাই প্রচুর মানুষ শেয়ার বাজারে ইনভেস্ট করেন৷ শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করেন তাঁদের জন্য মাল্টিব্যাগার শেয়ার খুবই চেনা একটি ধরণ৷
advertisement
2/7
তবে খুব কমই এমন মাল্টিব্যাগার পাওয়া যায় যেখানে ৫০ হাজার টাকা ১  কোটি টাকা হয়ে যায়৷ তেমনিই এক মাল্টিব্যাগার স্টক হল তীর্থ প্লাস্টিকের শেয়ার৷  তাই এটিকে ফাইনান্সিয়াল ইয়ার ২০২৩- ২৪-র সেরা মাল্টিব্যাগারও বলা হচ্ছে। যাঁরা গত বছরের এপ্রিলে এই শেয়ারে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছেন তাঁরা তিনি আজ কোটিপতি হয়ে যেতেন। তখন এই শেয়ারের দাম ছিল ৩১ পয়সা আর আজ এই শেয়ারের দাম ৬৬.৩৬ টাকা।
advertisement
3/7
এই সময়ের মধ্যে, তীর্থ প্লাস্টিক  বিনিয়োগকারীদের ২১৩০৬  শতাংশ রিটার্ন দিয়েছে। কেউ যদি ৩ এপ্রিল এই শেয়ারে ১ লক্ষ টাকা এই শেয়ারে বিনিয়োগ করত, তাহলে আজ সেই পরিমাণ বেড়ে দাঁড়াত ২.১৪ কোটি টাকা। ঠিক সেই হিসেবেই ৫০,০০০ টাকার এই শেয়ারটি ১.০৭ কোটি টাকায় পরিণত হয়েছে। এই স্টকটি তাঁর শেয়ারহোল্ডারদের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে।
advertisement
4/7
স্টকের পাওয়ারগত এক মাসে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের ৩১.৬৭ শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, এই বছরের শুরু থেকে এই শেয়ার বেড়েছে ২০৬ শতাংশের বেশি। অর্থাৎ মাত্র ৩ মাসে বিনিয়োগকারীদের বিনিয়োগ দ্বিগুণেরও বেশি হয়েছে।
advertisement
5/7
গত ৬ মাসে এই শেয়ার ৮০০ শতাংশের বেশি বেড়েছে। তবে গত এক সপ্তাহ ধরে এই স্টকটিতে ক্রমাগত লোয়ার সার্কিট চলছে এবং এই স্টকটি প্রায় ৮ শতাংশ কমেছে। গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৬৯.০৯ টাকা এবং সর্বনিম্ন ০.৩০ টাকা।
advertisement
6/7
কোম্পানির আর্থিক কর্মক্ষমতাএটি একটি কোম্পানি যার মার্কেট ক্যাপ ৩০ কোটি টাকা। FY24 এর ডিসেম্বর ত্রৈমাসিকে এটির আয় ছিল ০.০২ কোটি টাকা যেখানে এর মুনাফা ছিল ০.০১ কোটি টাকা৷ এই কোম্পানি সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এর প্রায় ৬০ শতাংশ শেয়ার খুচরা বাজারে এবং ৪০ শতাংশ প্রোমোটারদের কাছে রয়েছে। এই ধরণের শেয়ারে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই একবার বিনিয়োগ উপদেষ্টার সাথে কথা বলুন।
advertisement
7/7
Disclaimer: এই ধরণের স্টকে বিনিয়োগ করার পরামর্শ নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতেই এই প্রতিবেদন, বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: এই স্টকে টাকা বিনিয়োগ করে তিন মাসেই কোটিপতি! বিনিয়োগকারীদের ‘বল্লে বল্লে’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল