Earn Huge Money: অল্প সময়ে অনেক টাকা রোজগার করবেন ভাবছেন, এই গাছ পুঁতলে এক বছরে টাকার বর্ষা, রইল নতুন বিজনেস আইডিয়া
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Earn Huge Money: টাকা কি গাছের পাতা? এই গাছেই এক বছরেই মিলছে তার প্রমাণ!
advertisement
1/6

“টাকা কি গাছে ধরে?”— এই পুরোনো প্রবাদ এখন যেন মিথ্যে! কারণ গাছের পাতা-ডাল থেকে এখন সত্যিই টাকার গাছ হয়ে উঠেছে, এমনই গাছ হল কামিনী গাছ। ফুল নয়, এই গাছের পাতাই আজ তার মূল সম্পদ। সাজসজ্জার বাজারে এই পাতার চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই এখন এই চাষের দিকেই ঝুঁকছেন।
advertisement
2/6
এক সময় কামিনী গাছকে শুধু শৌখিন বাগানের অংশ ভাবা হতো। কিন্তু এখন বিয়ের মণ্ডপ, গাড়ি সাজানো, অফিস কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান — সব জায়গায় কামিনীর পাতা অপরিহার্য হয়ে উঠেছে। ফুলের তোড়া হোক বা মঞ্চসজ্জা, এই সবুজ পাতা ছাড়া সৌন্দর্য যেন সম্পূর্ণ হয় না। ফুলের পাশাপাশি পাতারও এমন দাপট আগে দেখা যায়নি।
advertisement
3/6
বসিরহাট, মিনাখার অনেকেই এই গাছ রোপন করে কয়েক বছরের মধ্যে ভাল অর্থ উপার্জন করছেন। তেমন কোনো বিশেষ সার বা পরিচর্যা না করেও গাছগুলি ভাল ফলন দেয়। কয়েক মাসের মধ্যেই পাতার ডাল বিক্রির উপযুক্ত হয়ে ওঠে। এখন তিনি বড় পরিসরে এই গাছের চাষের পরিকল্পনা করছেন।
advertisement
4/6
কামিনীর ডালসহ পাতা বাজারে বিক্রি হয় ২০০ থেকে ২৫০ টাকায়। তাই এক বিঘা জমিতে যদি শতাধিক গাছ থাকে, বছরে কয়েক লক্ষ টাকা আয় করা কঠিন নয়। গাছের যত বেশি শাখা, তত বেশি পাতা আর সেই সঙ্গে আয়ও বেড়ে যায়। খরচ কম, ফলন বেশি — এই কারণেই কামিনী এখন লাভজনক চাষ হিসেবে পরিচিতি পাচ্ছে।
advertisement
5/6
আরও একটি বড় সুবিধা হলো, কামিনীর পাতা সহজে নষ্ট হয় না। গরমেও এই পাতা দীর্ঘ সময় টাটকা থাকে। কাটা ডালের জায়গা থেকে দ্রুত নতুন ডাল গজিয়ে ওঠে, তাই একবার লাগালে গাছটি বহু বছর ফলন দেয়। অন্য ফুল বা পাতা যেখানে কয়েকদিনেই শুকিয়ে যায়, সেখানে কামিনীর সবুজ টিকে থাকে টাকার মতোই দৃঢ়।
advertisement
6/6
এই উদ্যোগ এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অল্প জায়গা, সামান্য পরিচর্যা আর নিরবচ্ছিন্ন চাহিদা— এই তিনে মিলে কামিনী গাছ হয়ে উঠেছে গ্রামীণ আয়ের নতুন সম্ভাবনা। সত্যিই বলা যায়, এখন টাকা গাছে ধরে— আর সেই গাছের নাম কামিনী!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earn Huge Money: অল্প সময়ে অনেক টাকা রোজগার করবেন ভাবছেন, এই গাছ পুঁতলে এক বছরে টাকার বর্ষা, রইল নতুন বিজনেস আইডিয়া