TRENDING:

শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে সহজেই আয় করবেন ১ লক্ষ টাকা

Last Updated:
advertisement
1/5
শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে সহজেই আয় করবেন ১ লক্ষ টাকা
ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ প্রত্যেক মাসে ভালো আয়ের জন্য রয়েছে দারুন সুযোগ ৷ লেয়র বোর্ড ফার্মিং অত্যন্ত লাভজনক ব্যবসা ৷ আপনি যদি কম থেকে শুরু করতে চান তাহলেও আপনি প্রত্যেক মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ এর জন্য শুরুতে আপনাকে ৭ থেকে ৯ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ আপনি যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে আপনার ইনভেস্ট করা টাকা প্রথম বছরেই ফেরত পেয়ে যাবেন ৷ পাশাপাশি বেশ ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
2/5
প্রথমে জায়গা, খাঁচা ও ইকিউপমেন্টের জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করতে হবে ৷ ১৫০০ মুর্গির টার্গেট দিয়ে শুরু করলে ১০ শতাংশ বেশি মুর্গি লাগবে ৷ কারণ রোগ বা অন্য কারণে বেশ কিছু মুর্গির মরে যাওয়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
3/5
মুর্গি কেনার জন্য আপনার প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে ৷ তাদের পালন করার জন্য আলাদা আলাদা রকমের খাওয়ার দিতে হবে ৷ পাশাপাশি মেডিকেশনও রাখতে হবে ৷ তাতেও কিছু টাকা খরচ করতে হবে ৷
advertisement
4/5
টানা ২০ সপ্তাহ মুর্গিগুলিকে পোষার জন্য তার খাওয়ায় প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হবে ৷ একটি লেয়র পেরেন্ট বার্ড বছরে ৩০০টি ডিম দেয় ৷ ২০ সপ্তাহ পর তারা ডিম দেওয়া শুরু করে ৷
advertisement
5/5
১৫০০ মুর্গি প্রতি বছর ২৯০টি ডিম দিলে মোট ৪,৩৫,০০০ ডিম হয় ৷ ৪ লক্ষ ডিমও বিক্রি হয়ে যায় ৷ তাহলে একটি ডিম ৩.৫ টাকায় বিক্রি হয় তাহলে কেবল ডিম বিক্রি করে আপনি আয় করতে পারবেন ১৪ লক্ষ টাকা ৷ তবে এই ব্যবসা শুরু করা আগে সঠিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে সহজেই আয় করবেন ১ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল