বড়সড় সুখবর! কমতে চলেছে টিভি দেখার খরচ; আগামী বছর থেকেই লাগু হচ্ছে নিয়ম!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুধু তা-ই নয়, এর সঙ্গে ভিন্ন ভিন্ন চ্যানেলে উপলব্ধ Incentive Bouquet-র উপরেও ছাড় মিলবে বলে জানা গিয়েছে।
advertisement
1/6

যাঁরা টিভি দেখতে ভালোবাসেন কিংবা টিভি দেখেই অধিকাংশ সময় কাটান, সেই সব গ্রাহকদের জন্য দারুন সুখবর! এ-বার থেকে কেবল (Cable) এবং ডিটিএইচ (DTH) বিল অনেকটাই কমে যেতে পারে।
advertisement
2/6
টেলিকম রেগুলেটর ট্রাই এই নয়া সম্প্রচার সংক্রান্ত নিয়মের বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম জারি হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে।
advertisement
3/6
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই কোম্পানিগুলিকে নিজেদের প্যাক ট্রাই (TRAI)-এর কাছে দিতে হবে।
advertisement
4/6
এখন Channel Bouquet-র সাবস্ক্রিপশনে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধু তা-ই নয়, এর সঙ্গে ভিন্ন ভিন্ন চ্যানেলে উপলব্ধ Incentive Bouquet-র উপরেও ছাড় মিলবে বলে জানা গিয়েছে।
advertisement
5/6
টেলিকম নিয়ন্ত্রক ট্রাই-এর তরফ থেকেই এই নতুন সম্প্রচার সংক্রান্ত নিয়ম জারি করেছে। বর্তমানে চ্যানেলগুলি শুধুমাত্র ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে। ১৯ টাকার থেকেও কম দামী চ্যানেলগুলিও Bouquet-র মধ্যে সামিল হতে পারবে। এর পাশাপাশি Bouquet-র উপরেও পাওয়া যাবে ইনসেন্টিভ।
advertisement
6/6
Channel Bouquet-র উপরেও ৪৫ শতাংশ পর্যন্ত মিলতে পারে। যদিও বর্তমানে শুধুমাত্র অল কার্ট চ্যানেলের উপরেই ইনসেন্টিভ পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বড়সড় সুখবর! কমতে চলেছে টিভি দেখার খরচ; আগামী বছর থেকেই লাগু হচ্ছে নিয়ম!