advertisement
1/5

নতুন বছরে বদলে যাবে আপনার ড্রাইভিং লাইসেন্স ৷ আগামী বছরের ১জুলাই থেকে দেশের সমস্ত গাড়ি চালকেরা পাবেন নতুন ড্রাইভিং লাইসেন্স ৷ দেশের সবকটি রাজ্য-সহ সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতেই এই নয়া নিয়ম জারি হতে চলেছে ৷ সারা দেশের ড্রাইভিং লাইসেন্সের প্যাটার্ন একই রকম হবে ৷
advertisement
2/5
নতুন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে থাকবে একটি চিপ ৷ সেই চিপে থাকবে একটি কিউআর কোড ৷ এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের কার্ডে থাকবে চালক এবং গাড়ির সমস্ত খুঁটিনাটি তথ্য ৷
advertisement
3/5
নতুন এই ড্রাইভিং লাইসেন্সে এটিএম কার্ডের মত মাইক্রোচিপ লাগানো থাকবে ৷ এছাড়াও এই কার্ডে থাকবে কিউআর(QR) কোড ৷ সবথেকে উল্লেখ্য বিষয়টি হল, এই কার্ডে থাকবে নিয়র ফিল্ড ফিচার(NFC) পরিষেবা ৷
advertisement
4/5
ড্রাইভিং লাইসেন্সের এই নয়া ফিচারের মারফত ট্রাফিক পুলিশের হাতের মুঠোয় থাকবে গাড়ির চালকের সমস্ত তথ্য ৷ কারণ পুলিশের কাছেও থাকবে একটি স্পেশাল ডিভাইস ৷ সেই ডিভাইস মারফত কানেক্ট থাকবে ড্রাইভিং লাইসেন্সের NFC ৷ সেই NFC মারফত সমস্ত তথ্যই পেয়ে যাবেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মী ৷
advertisement
5/5
কোনও গাড়ির চালক যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন ৷ তাহলে সেই ঘটনার সমস্ত তথ্যই ড্রাইভিং লাইসেন্সের চিপে স্টোর হয়ে যাবে ৷ যার জেরে কোনও চালকের সমস্ত পুরোনো ট্র্যাক রেকর্ড পেয়ে যাবেন একজন পুলিশকর্মী ৷ এছাড়াও সেই চিপেই ট্যাক্স, বীমা, PUC সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে ৷