TRENDING:

Make Money From Fish Scales: জানেন কী কী কাজে লাগে মাছের আঁশ ? ফেলে দেওয়া এই জিনিস থেকে পকেটে আসবে মোটা টাকা

Last Updated:
Make Money From Fish Scales Do you know you make earn money from fish scales
advertisement
1/5
বিকল্প আয়ের পথ দেখাতে পারে মাছের আঁশ, জানুন ব্যবহৃত হয় কী কাজে
এবার বিকল্প আয়ের পথ দেখাতে পারে মাছের আঁশ। মাছের আঁশ সাধারণত বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া আঁশ শুকিয়ে বাজারজাত করে লাভবান হতে পারেন আপনি।
advertisement
2/5
এই মাছের আঁশ ঠিক কি কাজে লাগে, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন জীববিদ্যার শিক্ষক তথা বিশেষজ্ঞ তপন নস্কর। তিনি জানিয়েছেন, মাছের আঁশ চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগে।
advertisement
3/5
মাছের আঁশে থাকে কোলাজেন যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে ব্যবহার হয়। এছাড়া মাছের আঁশ ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোলট্রির খাদ্য, ক্যাপসুল তৈরিতেও ব্যবহার করা হয়। তবে ছোট আঁশযুক্ত মাছের আঁশ কাজে লাগেনা খুব একটা।
advertisement
4/5
রুই, কাতলা ইলিশ জাতীয় মাছের আঁশ কাজে লাগে। এই আঁশ বাজার থেকে সংগ্রহ করে সেগুলিকে জলে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেই পরিষ্কার করা আঁশগুলিকে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। এই শুকনো আঁশ বিক্রি হয় ৫০ টাকা কিলো দরে।
advertisement
5/5
এই কাজ করে মঙ্গলা সর্দার, শ্রেয়া সর্দারের মত মহিলারা স্বনির্ভর হয়েছেন। আকাশ পরিষ্কার থাকলে একদিনের মধ্যেই আঁশ শুকনো করা যায়। ফলে প্রতিদিনের টাকা প্রতিদিনেই পাওয়া যায়। সেজন্য বিকল্প আয়ের পথ হিসাবে এই মাছের আঁশ শুকনো করার ব্যবসা কাজে লাগতে পারে অনেকটাই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Make Money From Fish Scales: জানেন কী কী কাজে লাগে মাছের আঁশ ? ফেলে দেওয়া এই জিনিস থেকে পকেটে আসবে মোটা টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল