প্রতিদিনই ব্যবহার করছেন, কিন্তু কী এই QR কোড? কী অর্থ এই QR অক্ষর দু’টির?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
১৯৯৪ সালে ডেনসো ওয়েভ নামে একটি জাপানি অটোমোটিভ সংস্থা প্রথম এটি তৈরি করেছিল।
advertisement
1/11

আজকাল যে কোনও কাজে ব্যবহার করা হয় QR কোড। গত এক দশকের বেশি সময় ধরেই এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ভারতে। তবে তা তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি।
advertisement
2/11
গত কয়েক বছরে অনলাইন লেনদেনের দৌলতে QR কোড এখন বেশ পরিচিত বিষয়। কিন্তু কী এই QR কোড? কী অর্থ এই QR অক্ষর দু’টির? আমরা জানি না প্রায় অনেকেই।
advertisement
3/11
জেনে নেওয়া যাক বিস্তারিত। আসলে QR কোড কথাটি মধ্যে থাকা QR অক্ষর দু’টির পুরো কথা হল ‘ক্যুইক রেসপন্স’। অর্থাৎ যে কোড ক্যুইক রেসপন্স করবে। আসলে এটি একধরনের ট্রেডমার্ক বা টু-ডি বার কোড, যাতে সাজানো থাকে ডট ম্যাট্রিক্স।
advertisement
4/11
গত শতাব্দীর শেষ শতকে এর আবিষ্কার। ১৯৯৪ সালে ডেনসো ওয়েভ নামে একটি জাপানি অটোমোটিভ সংস্থা প্রথম এটি তৈরি করেছিল। তাদের লক্ষ্য ছিল উৎপাদিত যানগুলির উপর নজরদারি করা।
advertisement
5/11
পরবর্তীকালে এটি সারা বিশ্বে দারুন জনপ্রিয় হয়। আসলে প্রচলিত UPC বারকোডের তুলনায় এটি অনেক সহজ। সেই সঙ্গে এতে অনেক বেশি স্পেসও থাকে।
advertisement
6/11
এক নজরে QR কোডের বৈশিষ্ট্য— ১. সাদার উপর কালো বর্গাকার একটি স্কোয়্যার গ্রিড-ই হল QR কোড> ২. উল্লম্ব বা আনুভূমিক ভাবে এই কোড স্ক্যান করে তথ্য দিতে পারে যে কোনও ইমেজিং সিস্টেম, যেমন একটি টেলিস্কোপ বা বিল্ট-ইন ক্যামেরা-সহ কোনও স্মার্টফোন, বা QR রিডার।
advertisement
7/11
৩. আসলে এটি একধরনের মেশিন-রিডেবল অপটিক্যাল লেবেল যা কোনও পণ্য বা বস্তুর সম্পর্কে তথ্য দেয়। ৪. ইমেজিং ডিভাইস স্ক্যান করার পরে কোডের ভিতরে থাকা বিন্দুগুলি সংখ্যা বা অক্ষরে রূপান্তরিত হয়।
advertisement
8/11
৫. কেউ কোনও QR কোড নিজের স্মার্টফোন দিয়ে স্ক্যান করলে তাঁর ফোনের ওয়েব ব্রাউজারে কোনও URL খুলে যেতে পারে। ৬. QR কোডের বর্গাকৃতি তার প্রকৃতি নির্ধারণ করে এবং প্রতিটি কোডকে অন্য কোডের থেকে পৃথক করে।
advertisement
9/11
৭. কোনও ভাবেই দু’টি QR কোডে একই প্যাটার্ন থাকতে পারে না।
advertisement
10/11
QR কোডের সুবিধা ১. QR কোডে অনেক বেশি তথ্য থাকতে পারে। কারণ এগুলি দ্বিমাত্রিক বা ২ডি। ২. QR কোড একটি ফোন থেকে স্ক্যান করা যেতে পারে। সাধারণ UPC তা করতে পারে না।
advertisement
11/11
৩. আজকাল বিমানবন্দরে বোর্ডি পাস হোক বা সিনেমাহলের টিকিট, সবই মোবাইল থেকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে এই QR কোড।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিনই ব্যবহার করছেন, কিন্তু কী এই QR কোড? কী অর্থ এই QR অক্ষর দু’টির?