আর ২৮ দিন বাকি, আয়কর রিটার্ন ফর্মের এই পরিবর্তনগুলো জানেন তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
চলতি বছর আয়কর রিটার্ন ফর্মে কিছু পরিবর্তন করেছে সরকার। ট্যাক্স রিটার্ন দাখিলের আগে এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
advertisement
1/9

এমাসেই আয়কর রিটার্ন ফাইল জমা দিতে হবে। শেষ তারিখ ৩১ জুলাই। চলতি বছর আয়কর রিটার্ন ফর্মে কিছু পরিবর্তন করেছে সরকার। ট্যাক্স রিটার্ন দাখিলের আগে এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
advertisement
2/9
ভিডিএ বা ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয়ের রিপোর্ট: ২০২২ সালের ১ এপ্রিল থেকে ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপর কর দেওয়ার বিধি চালু করেছে আয়কর দফতর। ক্রিপ্টো লেনদেন থেকে প্রাপ্ত আয়ে ১৯৪এস ধারায় টিডিএস প্রযোজ্য।
advertisement
3/9
ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয় জানানোর জন্য ট্যাক্স রিটার্ন ফর্মগুলোতে বেশ কিছু সংশোধন করা হয়েছে। পাশাপাশি এই আয় ব্যবসায়িক আয় না কি মূলধন লাভ, জানাতে হবে তাও। সেই অনুযায়ী প্রাসঙ্গিক শিরোনামের অধীনে শ্রেণিবদ্ধ করতে হবে।
advertisement
4/9
যদি কোনও ব্যক্তি ২০২২-২৩ অর্থবর্ষে ক্রিপ্টোকারেন্সি থেকে উপার্জন করে থাকেন তাহলে তাঁকে অধিগ্রহণের তারিখ, স্থানান্তরের তারিখ, অধিগ্রহণের খরচ সহ প্রাসঙ্গিক সমস্ত বিবরণ ফর্মে জানাতে হবে।
advertisement
5/9
নতুন প্রবর্তিত ধারা ১৯৪এস-এর অধীনে যে ডিজিটাল সম্পদ থেকে আয় করা হয়েছে তা যে আয়ের রিটার্নে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিশ্চিত করার জন্য ফর্ম ২৬এএস এবং এআইএস যাচাই করা প্রয়োজন।
advertisement
6/9
৮০জি ডিডাকশন দাবি করার জন্য এআরএন (ডোনেশন রেফারেন্স নম্বর)-এর বিবরণ: দাতব্য প্রতিষ্ঠানে দান করলে করছাড় পাওয়া যায়। এই করছাড়ের জন্য অনুদানের রেফারেন্স নম্বর (আইটিআর ফর্মে এআরএন হিসাবে উল্লেখ করা হয়েছে) প্রদান করা বাধ্যতামূলক।
advertisement
7/9
ফরেন রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাকাউন্ট থেকে আয়: ভারতীয় বাসিন্দাদের ‘ফরেন রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাকাউন্ট’ থেকে অর্জিত আয়ের উপর ট্যাক্স প্রত্যাহার না করা পর্যন্ত স্থগিত করার বিকল্প রয়েছে।
advertisement
8/9
ধারা ৮৯এ-র অধীনে ফরেন রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাকাউন্ট থেকে আয়ের উপর ছাড়ের সুবিধা পাওয়া যায়। যদি কোনও করদাতা এই ধরনের ছাড় দাবি করেন তাহলে আয়ের বিশদ বিবরণ দিতে হবে।
advertisement
9/9
ইন্ট্রাডে ট্রেডিং: নতুন আইটিআর ফর্ম অনুযায়ী, টার্নওভার এবং ইন্ট্রাডে ট্রেডিং থেকে আয়, নতুন চালু হওয়া বিভাগ 'ট্রেডিং অ্যাকাউন্ট'-এর অধীনে রিপোর্ট করতে হবে।