অ্যাকাউন্টে ব্যালেন্স ZERO, তারপরও তুলতে পারবেন ১০,০০০ টাকা ! জেনে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এর বিশেষ বিষয় হল এর জন্য কাউকে ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে না বা অপেক্ষা করতে হবে না।
advertisement
1/7

যাঁরা একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তাঁদের প্রথমেই সেই ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করা উচিত সেখানে ওভারড্রাফ্ট-এর সুবিধা পাওয়া যাবে কি না। এমনকি যদি কারও ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট থাকে তাহলেও ব্যাঙ্ক থেকে ওভারড্রাফ্ট সম্পর্কে খোঁজখবর নেওয়া উচিত।
advertisement
2/7
ওভারড্রাফ্ট বা ওডি দরকারে সকলের জন্যই খুব উপকারী হতে পারে। যাঁদের জন ধন অ্যাকাউন্ট আছে তাঁরাও এই সুবিধা পাবেন।
advertisement
3/7
গ্রাহকরা এর তাৎক্ষণিক সুবিধা পান এবং যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে কত টাকা পাবেন, তা আগেই ঠিক করা হয়। অ্যাকাউন্টে টাকা না থাকলেও ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যেতে পারে। জরুরি অবস্থায় যা খুবই কাজে লাগতে পারে।
advertisement
4/7
OD আইন -প্রতিটি ব্যাঙ্ক আলাদাভাবে OD-এর পরিমাণ নির্ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কারও জন ধন অ্যাকাউন্ট থাকে তবে তিনি OD-এর অধীনে ১০,০০০ টাকা পেতে পারেন। সেই ব্যক্তি সরাসরি এটিএম থেকে এই টাকা তুলতে পারবেন। ওভারড্রাফ্টের আওতায় টাকা তুলতে অ্যাকাউন্টে টাকা রাখার দরকার নেই।
advertisement
5/7
এমনকি জন ধন অ্যাকাউন্ট থাকা ব্যক্তির অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স থাকলেও তিনি ১০,০০০ টাকা তুলতে পারবেন। এরপর তাঁকে সেটা সুদসহ ফেরত দিতে হবে। এটা লক্ষ্যণীয় যে OD শুধুমাত্র ১০,০০০ টাকার পরিমাণেই সীমিত নয়। অনেক ব্যাঙ্ক এই পরিমাণের বেশি OD অ্যাকাউন্ট অফার করে। তবে গ্রাহকদের সেই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখায় জোর দিতে হবে।
advertisement
6/7
সুদ কত হবে -জন ধন অ্যাকাউন্টে প্রাপ্ত OD-এর সুদ ২ থেকে ১২ শতাংশের মধ্যে হতে পারে। এটি বিভিন্ন ব্যাঙ্কের উপর নির্ভর করবে, তবে সুদ ১২ শতাংশের উপরে হবে না।
advertisement
7/7
যদি একটি ব্যাঙ্কের ওভারড্রাফ্ট সুবিধা ৫০,০০০ টাকা হয় এবং গ্রাহক এটি থেকে ১০,০০০ টাকা উত্তোলন করেন, তবে ৫০,০০০ টাকা নয়, শুধুমাত্র ১০,০০০ টাকায় সুদ নেওয়া হবে৷ তবে হ্যাঁ, কেবল জরুরি পরিস্থিতিতেই ওভারড্রাফ্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্টে ব্যালেন্স ZERO, তারপরও তুলতে পারবেন ১০,০০০ টাকা ! জেনে নিন কীভাবে