সেভিংস অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন! জানেন সর্বোচ্চ কতটা টাকা রাখা যেতে পারে ওই খাতে যাতে ইনকাম ট্যাক্স নোটিস না আসে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সীমার উপর টাকা রাখলে সরকারি নজরদারি হতে পারে।
advertisement
1/9

অর্থোপার্জন আর তা সংরক্ষণ খুবই জটিল কাজ। অন্তত এই পৃথিবীর অনেক মানুষই এমন মনে করেন। মনে করাটা যে খুব ভুল, এমনটাও নয়। কারণ, এক দিকে উপার্জন অন্য দিকে সরকারকে প্রদত্ত কর, এই সব কিছুর হিসেব করে রাখা জটিল বিষয় বইকি!
advertisement
2/9
আজকের দিনে প্রায় সব মানুষেরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, থাকাটা খুব জরুরিও। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করা সহজ হয়ে যায়। পাশাপাশি ব্যাঙ্কের কাছে উপার্জিত অর্থ গচ্ছিত রাখলে তা সুরক্ষিতও থাকে। মেলে সুদ।
advertisement
3/9
ব্যাঙ্কে টাকা রাখার কিছু নিয়ম থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরনও হয় বিভিন্ন রকমের। কোনও নাগরিক ব্যাঙ্কে গিয়ে অনেক রকমের অ্যাকাউন্ট খুলতে পারেন, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট। এক একটি অ্যাকাউন্টে এক একরকম সুবিধা পাওয়া যায়। এক একটি অ্যাকাউন্টে টাকা রাখার উর্ধ্বসীমাও এক একরকমের হয়ে থাকে।
advertisement
4/9
সব থেকে চালু যে অ্যাকাউন্ট ব্যাঙ্কে থাকে কোনও নাগরিকের, তা হল সেভিংস অ্যাকাউন্ট। অর্থাৎ যেখানে উপার্জিত অর্থ সঞ্চিত করে রাখতে পারেন তিনি। কিন্তু এই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সীমার উপর টাকা রাখলে সরকারি নজরদারি হতে পারে।
advertisement
5/9
সাধারণত মানুষ সেভিংস অ্যাকাউন্ট থেকেই সবচেয়ে বেশি লেনদেন করে থাকেন। টাকা জমা ও তোলার কাজ বেশির ভাগই হয় এই অ্যাকাউন্ট থেকে। কিন্তু অনেকেই জানেন না ঠিক কত পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা যায়।
advertisement
6/9
জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
7/9
ঘটনা হল, এক একটি অ্যাকাউন্ট ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহককে খুলে দেওয়া হয় এক একটি কারণে। সেভিংস অ্যাকাউন্টই হল সব থেকে সাধারণ অ্যাকাউন্ট। বেশিরভাগ মানুষেরই সেভিংস অ্যাকাউন্ট থাকে।
advertisement
8/9
এই ধরনের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখার কোনও উর্ধ্বসীমা আসলে নেই। যে কোনও ব্যক্তি যত খুশি টাকা জমিয়ে রাখতে পারেন এই অ্যাকাউন্টে।
advertisement
9/9
তবে খেয়াল রাখতে হবে, যদি আয়কর দেওয়ার সময় এই পরিমাণ টাকা তার আওতায় আসে, তাহলে হিসেব দাখিল করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সেভিংস অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন! জানেন সর্বোচ্চ কতটা টাকা রাখা যেতে পারে ওই খাতে যাতে ইনকাম ট্যাক্স নোটিস না আসে?