Petrol Price: দেশে সবচেয়ে সস্তায় পেট্রোল এখানে পাওয়া যায়, দিল্লি-মুম্বই-কলকাতার চেয়ে দাম অনেক কম!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে পেট্রোলের দাম নয়ের কোঠায়। অর্থাৎ দুটি শহরের দামের তুলনা করলে পার্থক্য প্রায় কুড়ি টাকার।
advertisement
1/9

গাড়িতে পেট্রোল ভরানো যেন সোনা কেনার সমান। গত এক বছর ধরে এমনটাই চলছে। পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি মিলছে না কিছুতেই। দামের কাঁটা ১০০-র উপর। দেশের অধিকাংশ রাজ্যেই এই অবস্থা। তবে বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে পেট্রোলের দাম নয়ের কোঠায়। অর্থাৎ দুটি শহরের দামের তুলনা করলে পার্থক্য প্রায় কুড়ি টাকার।
advertisement
2/9
সবচেয়ে ব্যক্তিক্রম আন্দামান ও নিকোবর। সারা দেশের মধ্যে এখানেই পেট্রোল সবচেয়ে সস্তা। গত এক সপ্তাহ ধরে দ্বীপপুঞ্জে পেট্রোলের দাম ৮৪.১০ টাকা। এরপর আছে অরুণাচল প্রদেশ। সেখানে পেট্রোল যাচ্ছে ৯৩.৩২ টাকা প্রতি লিটার।
advertisement
3/9
অন্য দিকে, ভারতে সবচেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি হচ্ছে মহারাষ্ট্রে। এক লিটারের দাম ১০৬.৩১ টাকা। পশ্চিমবঙ্গেও দাম এর থেকে সামান্য কম, ১০৬.৩ টাকা।
advertisement
4/9
রাজধানী দিল্লিতেও দাম গত কয়েকদিনে বেশ কিছুটা কমেছে। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে পেট্রোল কিছুটা সস্তা। এক লিটারের দাম ৯৬.৭২ টাকা। গত দশ দিন ধরে এই দাম রয়েছে। কমা-বাড়া হয়নি।
advertisement
5/9
এছাড়া অসম, চণ্ডীগড়ে পেট্রোলের দাম ১০০-র নিচে। এক লিটার কিনতে খরচ যথাক্রমে ৯৭.০২, ৯৬.২০ টাকা। গোয়াতেও দাম কম, ৯৭.৮৪ টাকা। গুজরাত, হরিয়ানা এবং হিমাচলেও এক লিটার পেট্রোলের দাম ৯৬ টাকার আশেপাশে।
advertisement
6/9
প্রতিটি শহরে পেট্রোলের দাম ভিন্ন হওয়ার কারণ ট্যাক্স। শুধু রাজ্য বা কেন্দ্র নয়, পুরসভাও এই ট্যাক্স নেয়। অনেক জায়গায় একে স্থানীয় বডি ট্যাক্সও বলে। পুর কর্পোরেশনগুলি নিজেদের হিসেব অনুযায়ী ট্যাক্স বসায়।
advertisement
7/9
এছাড়া পরিবহনের কারণে ট্যাক্সের হার পরিবর্তিত হয়। যেমন কোনও জায়গায় হয়ত শোধনাগার থেকে তেল পৌঁছনো খুব কঠিন। সেখানে ট্যাক্সও বেশি। ফলে পেট্রোলের দামও বেড়ে যায়।
advertisement
8/9
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম হওয়ার পরেও ভারতে জ্বালানির দাম কমানো হয়নি।
advertisement
9/9
শুধু পেট্রোল-ডিজেল নয়, ভারতে সিএনজি-র দামও বাড়ানো হয়েছে। দিল্লি-মুম্বইয়ের চালকদের কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কিনতে অনেক বেশি টাকা খসাতে হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price: দেশে সবচেয়ে সস্তায় পেট্রোল এখানে পাওয়া যায়, দিল্লি-মুম্বই-কলকাতার চেয়ে দাম অনেক কম!