বেড়াতে যাওয়ার টিকিট পাননি! তৎকাল বুকিং করার আগে জেনে নিন এই বিষয়গুলি!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যাত্রীরা অনলাইন বা অফলাইন, যে কোনও উপায়ে তৎকাল টিকিট বুকিং করতে পারেন। তবে এই জন্য তাঁদের ২৪ ঘণ্টা আগে আসন বুক করতে হবে।
advertisement
1/8

অনেক সময়ই জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যেতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। তড়িঘড়ি রেলের টিকিট বুক করতে গিয়ে দেখা যায় আসন খালি নেই। তখন বেশির ভাগ নাগরিকই তৎকাল টিকিটের জন্য আবেদন করেন। কিন্তু এই তৎকাল টিকিটে যাত্রা করার কিছু নিয়ম আছে, তা সকলে জানেন না। নেওয়া যাক তৎকাল রিজার্ভেশন পরিষেবার নিয়মগুলি কী কী।
advertisement
2/8
যাত্রীরা অনলাইন বা অফলাইন, যে কোনও উপায়ে তৎকাল টিকিট বুকিং করতে পারেন। তবে এই জন্য তাঁদের ২৪ ঘণ্টা আগে আসন বুক করতে হবে। অর্থাৎ ভ্রমণের ঠিক আগের দিন এটি বুকিং করতে পারবেন।
advertisement
3/8
এক্ষেত্রে অনলাইন বুকিং প্রক্রিয়াই সহজ। রিজার্ভেশন সেন্টারে গিয়ে তৎকাল টিকিট বুকিং করার নিয়ম বরং কিছুটা জটিল বলে মনে হতে পারে। তবে কেউ চাইলেই রেলওয়ে স্টেশনেই তৈরি রিজার্ভেশন সেন্টারে গিয়ে এই বুকিং করাতে পারেন।
advertisement
4/8
তৎকাল বুকিং-এর কিছু নিয়ম: ১. প্রথমে রিজার্ভেশন সেন্টার থেকে রিজার্ভেশন ফর্ম নিতে হবে। এতে যাত্রীর পুরো নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। প্রদত্ত তথ্যে কোনও ভুল ধরা পড়লে রিজার্ভেশন বাতিল করা হবে। শুধু তাই নয়, ভুল তথ্য দেওয়ার জন্য যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
advertisement
5/8
২. শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, নির্ধারিত নিয়ম মেনে বিকল্প তৎকাল টিকিট ইস্যু করা হতে পারে। ৩. রেলওয়ে বোর্ড অফ রিজার্ভেশন সেন্টার জানিয়েছে যে ‘পার্টলি কনফার্মড’ বা ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা তৎকাল টিকিট বাতিল করার ক্ষেত্রে, শুধুমাত্র ‘ওয়েটিং লিস্ট’-এর যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়। কোনও পরিস্থিতিতে ডুপ্লিকেট তৎকাল টিকিটের জন্য কোনও অর্থ ফেরত দেওয়া হয় না।
advertisement
6/8
৪. পিএনআর তৎকাল টিকিটে সর্বোচ্চ চারজন যাত্রীকে রিজার্ভেশন দেওয়া হয়। যাত্রার সময় তৎকাল টিকিটধারী যাত্রীর পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড বা যে কোনও একটি পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক।
advertisement
7/8
৫. রেলওয়ে বোর্ড জানিয়েছে তৎকাল রিজার্ভেশনের জন্য, যাত্রীকে লাইনে দাঁড়িয়ে তাঁর ফর্ম নিতে হবে।
advertisement
8/8
খরচ: যদি কোনও ব্যক্তি রেল ভ্রমণের জন্য নিজের আসনটি অগ্রিম বুকিং করেন, তবে তাঁকে আসনের জন্য সাধারণ ভাড়া দিতে হয়। কিন্তু যদি তৎকাল-এ আসন বুকিং করেন, দ্বিগুণ ভাড়া দিতে হবে।