আধার কার্ড আপডেট করা কি সবার জন্য বাধ্যতামূলক? জেনে নিন, হাতে বেশি সময় কিন্তু আর নেই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
আপনাকেও কী আধার কার্ড আপডেট করতে হবে ? নিয়মটা জেনে নিন না হলে পড়তে হতে পারে সমস্যায় ৷
advertisement
1/10

২০২২ সালের নভেম্বর মাসের কথা। সেই সময়ে সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করার ঘোষণা নিয়ে সংবাদমাধ্যমের তরফে কিছু বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
advertisement
2/10
সেই সময়ে সরকার স্পষ্টই বিবৃতি জারি করেছিল যে ১০ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয় ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে। তাঁরা চাইলে তা পরিচয়পত্রের প্রমাণ দাখিল করে করিয়ে রাখতে পারেন।
advertisement
3/10
বর্তমানে কী বলছে বিবৃতি? আপডে না করালে কি বাতিল হয়ে যাবে কার্ড? এবার কিন্তু ব্যাপারটা আলাদা। ইউআইডিএআই স্পষ্ট করে দিয়েছে, যে সব পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাদের ক্ষেত্রে এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করিয়ে নিতে হবে।
advertisement
4/10
বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আধার কার্ডের যদি দশ বছর বয়স হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
advertisement
5/10
কত দিন পর্যন্ত আধার আপডেটের সুযোগ পাওয়া যাচ্ছে? ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে।
advertisement
6/10
১৪ জুন পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। এমনই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই- পড়ে রয়েছে মাত্র ২ দিন।
advertisement
7/10
কেন আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি? গত এক দশকে আধার কার্ড হয়ে উঠেছে ভারতীয় নাগরিকদের সর্বজনস্বীকৃত প্রমাণপত্র।
advertisement
8/10
আধার নম্বর না থাকলে কেন্দ্রীয় সরকার পরিচালিত ১,১০০টিরও বেশি সরকারি স্কিমের সুবিধে পাওয়া যায় না। ব্যাঙ্ক, এনবিএফসি-র মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পরিষেবা পেতেও গ্রাহকের আধার কার্ড বাধ্যতামূলক।
advertisement
9/10
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বাসিন্দাদের স্বার্থেই আধার কার্ডকে বর্তমান পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ সহ আপডেট রাখা আবশ্যিক।
advertisement
10/10
সঙ্গে ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার নথি আপডেট থাকলে সঠিক প্রমাণীকরণ এবং আরও ভাল পরিষেবা পেতে সাহায্য করবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ড আপডেট করা কি সবার জন্য বাধ্যতামূলক? জেনে নিন, হাতে বেশি সময় কিন্তু আর নেই!