TRENDING:

TDS কাটার পরেও আয়কর দিতে হবে? দেখে নিন পুরো নিয়ম

Last Updated:
করদাতা যখন কোথাও থেকে আয় করেন, টিডিএস কাটার পরেই সেই টাকা হাতে পান। এই জন্যই একে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেট অ্যাট সোর্স বলা হয়।
advertisement
1/6
TDS কাটার পরেও আয়কর দিতে হবে? দেখে নিন পুরো নিয়ম
টিডিএস কেটে নেওয়ার পরেও কি আয়কর দিতে হয়? অনেক করদাতার মনেই এই প্রশ্নটা জাগে। এই প্রশ্নের উত্তর জানার আগে টিডিএস কী, সেটা সঠিকভাবে বোঝা জরুরী। করদাতা যখন কোথাও থেকে আয় করেন, টিডিএস কাটার পরেই সেই টাকা হাতে পান। এই জন্যই একে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেট অ্যাট সোর্স বলা হয়।
advertisement
2/6
ধরে নেওয়া যাক, কোনও বিনিয়োগকারী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে ১ লাখ টাকা সুদ পেয়েছেন। এখন এই সুদের টাকা বিনিয়োগকারীকে দেওয়ার আগে ব্যাঙ্ক এর একটা অংশ কেটে আয়কর বিভাগে জমা করবে। এভাবে ট্যাক্স লায়াবিলিটির একটা অংশ সরকারের ঘরে জমা পড়ল। এরপর বিনিয়োগকারী যখন রিটার্ন ফাইল করবেন তখন এর ক্রেডিট পাওয়া যাবে।
advertisement
3/6
ফর্ম ২৬ এএস এবং এআইএস-এ টিডিএস-এর তথ্য থাকে: একাধিক উৎস থেকে আয় টিডিএসের আওতায় আসে। করদাতা ফর্ম ২৬এএস এবং এআইএস-এর মাধ্যমে আয়কর বিভাগে তাঁর জমা করা টিডিএস-এর তথ্য দিতে পারেন। এতে বেতন, লভ্যাংশ, সুদ, কমিশন এবং অন্যান্য আয় থেকে কাটা টিডিএস সম্পর্কে তথ্য থাকে। এখন প্রশ্ন হল, যদি আয় থেকে টিডিএস কেটে নেওয়া হয়, তার পরেও কি ট্যাক্স দিতে হবে?
advertisement
4/6
এই প্রশ্নের উত্তর অনেক কিছুর উপর নির্ভর করছে। যেমন আয় এবং ডিডাকশন সম্পর্কিত অনেক তথ্য থাকে যা করদাতার পক্ষে নিয়োগকর্তাকে জানানো সম্ভব হয় না। এছাড়া কোনও বছরে হঠাৎ কোথাও থেকে হাতে টাকা আসতে পারে। শেয়ার বাজারে লোকসান হতে পারে। সব মিলিয়ে বলা যায়, করদাতার মত কর দায় টিডিএসের মাধ্যমে পূরণ হয় না। এর মাধ্যমে সরকার শুধু একজন করদাতার আয় এবং রাজস্বের হিসাব রাখতে পারে।
advertisement
5/6
টিডিএসের পরেও ট্যাক্স দিতে হবে কি না বুঝতে হলে প্রথমে মোট আয় গণনা করতে হবে। এবার দেখতে হবে, তাতে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এর জন্য সবার আগে সমস্ত উৎস থেকে আয় যোগ করতে হবে। এরপর স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, জীবন বিমার প্রিমিয়াম এবং হোম লোনের সুদের উপর ডিডাকশন করতে হবে। মোট আয় থেকে মোট ডিডাকশন বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই করযোগ্য আয়।
advertisement
6/6
এরপর ফর্ম ২৬ এএস এবং এআইএস-এর মাধ্যমে মোট টিডিএস কাটাতে হবে। এখন যদি মোট টিডিএস ট্যাক্স লায়াবিলিটির চেয়ে বেশি হয়, তাহলে সেই টাকা রিফান্ড হিসেবে ফেরত আসবে। সোজা কথায়, মোট ডিডাকশন যদি ট্যাক্স লায়বিলিটির চেয়ে কম হয়, তাহলে অতিরিক্ত কর দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
TDS কাটার পরেও আয়কর দিতে হবে? দেখে নিন পুরো নিয়ম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল