TRENDING:

চাকরি ছাড়লে কি PF-এর টাকার উপর সুদ পাওয়া যায় ? EPFO-এর নিয়ম জেনে নিন

Last Updated:
PF Interest: চাকরি ছাড়ার পর PF টাকার ব্যালান্স থেকে যায়, কিন্তু তাতে কি সুদ মেলে? EPFO-এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ পাওয়া যায়। PF টাকা তোলার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি।
advertisement
1/5
চাকরি ছাড়লে কি PF-এর টাকার উপর সুদ পাওয়া যায় ? EPFO-এর নিয়ম জেনে নিন
প্রভিডেন্ট ফান্ড, সংক্ষেপে PF মানেই এক ধরনের বিনিয়োগ। এখানে একটা নির্দিষ্ট অংশ কর্মীর বেতন থেকে কেটে জমা করা হয়, বাকিটা দেয় তাঁর সংস্থা। দুইয়ে মিলে যে অবদান তৈরি হল, তা সরকারের তরফে সুদ পেতে থাকে। অবসর নেওয়ার পরে বা জরুরি পরিস্থিতিতে এই টাকা তুলে নেওয়া যায়। এখন, একটাই চাকরি যে অবসরের দিন পর্যন্ত করে যাওয়া হবে, এমন কোনও মানে তো নেই! কর্মী নিজে চাকরি ছেড়ে দিতে পারেন, চাকরি কোনও কারণে চলেও যেতে পারে। তখন কী হবে এই টাকার?
advertisement
2/5
কারণ যা-ই থাক নেপথ্যে, চাকরি না থাকা যে কারও জন্যই কঠিন এক সময়। এমন সময়ে সবচেয়ে বড় উদ্বেগ হল ভবিষ্যতের জন্য PF-এ জমতে থাকা টাকার কী হবে! এই কাজ না থাকার সময়ে কি এর উপর সুদ বন্ধ হয়ে যাবে? প্রায় প্রতিটি কর্মচারীর মনেই এই প্রশ্ন জাগে। তবে, অহেতুক চিন্তিত হওয়ার দরকার নেই, EPFO ​​স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে চাকরি চলে গেলেও কর্মীর PF অ্যাকাউন্টে সুদের টাকা আসতে থাকবে।
advertisement
3/5
তা-ই যদি হয়, তাহলে পিএফের টাকার উপর কর্মী ঠিক কত দিন পর্যন্ত সুদ পাবেন?EPFO-এর নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে, যদি কোনও ব্যক্তি চাকরি ছেড়ে দেন বা চাকরি হারান, তাহলে তাঁর PF অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের উপর সুদ দেওয়া অব্যাহত থাকবে। সদস্যের বয়স ৫৮ বছর না হওয়া পর্যন্ত এই সুদ দেওয়া হবে। এর সহজ অর্থ হল টাকা পড়ে থাকবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে।
advertisement
4/5
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ৫৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর যদি টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে, তাহলেই কেবল তার উপর সুদ বন্ধ হয়ে যায়। এই বয়সের পর সরকার ধরে নেয় যে ব্যক্তি অবসর গ্রহণ করেছেন এবং তাঁর টাকা তুলে নেওয়া উচিত।
advertisement
5/5
যে টাকা জমল, সেই পিএফ ব্যালেন্স কীভাবে চেক করা যায়?যে কেউ খুব সহজেই আপনার PF ব্যালেন্স চেক করতে পারেন। সবচেয়ে সহজ উপায় হল রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দেওয়া অথবা SMS পাঠানো। এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই কর্মী তাঁর ব্যালেন্সের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এছাড়াও, EPFO ​​সদস্য পাসবুক ওয়েবসাইটে গিয়ে তাঁর UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যালেন্স চেক করতে পারেন। স্মার্টফোন ব্যবহার করতে জানলে UMANG অ্যাপ ডাউনলোড করেও EPFO ​​বিভাগে গিয়ে PF পাসবুক এবং ক্লেমের অবস্থা চেক করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চাকরি ছাড়লে কি PF-এর টাকার উপর সুদ পাওয়া যায় ? EPFO-এর নিয়ম জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল