TRENDING:

ITR File: গৃহবধূদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হয় ? জেনে নিন, না হলে পড়তে পারেন সমস্যায়

Last Updated:
অনেকেই জানেন না, গৃহিণীদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এমনকী তাঁদের সরাসরি কোনও আয় না থাকলেও।
advertisement
1/9
গৃহবধূদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হয় ? জেনে নিন, না হলে পড়তে পারেন সমস্যায়
চাকরিজীবী হোক কিংবা ব্যবসায়ী, আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই জানেন না, গৃহিণীদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এমনকী তাঁদের সরাসরি কোনও আয় না থাকলেও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
2/9
আয়কর দফতরের বক্তব্য, গৃহবধূরা ‘অন্যান্য উৎস থেকে আয়’ করতে পারেন, যেমন ফিক্সড ডিপোজিটের সুদ, মালিকানাধীন সম্পত্তি থেকে ভাড়া ইত্যাদি। যদি এই ধরনের উৎস থেকে আয় সরকার নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে একজন গৃহিণীকেও আইটিআর ফাইল করতে হবে।
advertisement
3/9
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য প্রযোজ্য নতুন কর কাঠামো অনুযায়ী, ৮০ বছরের কম বয়সী কোনও গৃহিণী যদি ৩ লাখ টাকার কম উপার্জন করেন তাহলে আয়কর দেওয়ার প্রয়োজন নেই।
advertisement
4/9
যদি তিনি সুপার সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পড়েন অর্থাৎ ৮০ বছর বা তার বেশি বয়স হয় তাহলে ন্যূনতম ছাড়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। সোজা কথায়, বিভিন্ন উৎস থেকে মোট আয় যদি মৌলিক ছাড়ের সীমা অতিক্রম করে তখন গৃহিণীদের আয়কর দেওয়া বাধ্যতামূলক।
advertisement
5/9
গৃহিণীদের আয়ের উৎস: গৃহিণীরা চাকরি বা ব্যবসা না করলেও বিভিন্ন উৎস থেকে টাকা পেতে পারেন।
advertisement
6/9
গৃহস্থালির খরচ থেকে প্রাপ্ত অর্থ: মূলত স্বামীর কাছ থেকেই সংসার চালানোর টাকা পান গৃহবধূরা। মাসিক টাকা স্বামী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেও সেটা স্ত্রীর আয় হিসেবে বিবেচিত হয় না।
advertisement
7/9
ফিক্সড ডিপোজিটের সুদ: ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদ করযোগ্য। তবে কর দিতে হবে কি না সেটা সুদের পরিমাণের উপর নির্ভর করে। কোনও গৃহবধূ ফিক্সড ডিপোজিট থেকে যে সুদ পান তা সীমা অতিক্রম করলে ‘আয়’ হিসেবে বিবেচিত হয়।
advertisement
8/9
স্বামীর টাকা স্ত্রীর নামে বিনিয়োগ: স্বামী যদি তাঁর আয় স্ত্রীর নামে বিনিয়োগ করেন তাহলে সেটাকে স্বামীর আয় হিসেবেই ধরা হবে। সুতরাং স্বামীকেই আয়কর দিতে হবে। কিন্তু স্ত্রী যদি এই ধরনের আয় থেকে অর্থ উপার্জন করেন তাহলে তার ট্যাক্স দিতে হবে স্ত্রীকেই।
advertisement
9/9
উপহার: আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া উপহারে করছাড় পাওয়া যায়। কিন্তু বাইরের কারও থেকে ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেলে তা আয় হিসেবে বিবেচিত হবে এবং গৃহিণীকে সেই অনুযায়ী কর দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ITR File: গৃহবধূদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হয় ? জেনে নিন, না হলে পড়তে পারেন সমস্যায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল