TRENDING:

PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে যোজনার টাকা, আপনি পেয়েছেন ? এই ভাবে চেক করে নিন

Last Updated:
PM Kisan: তালিকায় নিজের নাম দেখার উপায়:
advertisement
1/10
কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে যোজনার টাকা, আপনি পেয়েছেন ? এই ভাবে চেক করে নিন
বুধবার অর্থাৎ ১৫ নভেম্বর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রায় ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে   ১৮০০০ কোটি টাকা ট্রান্সফার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন ঝাড়খণ্ডের খুঁটি জেলা থেকে সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ কিস্তি বণ্টন শুরু করলেন মোদি। যদিও প্রায় ৪ কোটি কৃষক পিএম কিষাণ স্কিমের সুবিধা পাবেন না।
advertisement
2/10
গত ১১ নভেম্বর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এক অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন যে, আগামী ১৫ নভেম্বর পিএম কিষাণ নিধির আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ঢুকে যাবে।
advertisement
3/10
পিএম কিষাণ যোজনা কী:এই যোজনার অধীনে কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা নগদ টাকা পেয়ে থাকেন। বছরে ২০০০ টাকার তিনটি কিস্তিতে তা ট্রান্সফার করা হয় কৃষকদের অ্যাকাউন্টে। এটা আসলে কেন্দ্রীয় সরকারের একটি স্কিম। যা দেশের কৃষিজীবী পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে।
advertisement
4/10
প্রায় ৪ কোটি কৃষক পাবেন না এই সুবিধা:এই স্কিমে প্রায় ১২ কোটি কৃষকের নাম নথিভুক্ত করা রয়েছে। তবে এবার শুধুমাত্র ৮ কোটি কৃষক এই সুবিধা পাবেন। যার অর্থ হল, ৪ কোটি কৃষক এই সুবিধা পাচ্ছেন না। আসলে তদন্তে অযোগ্য কৃষকদের উপর রাশ টানছে সরকার। ফলে তাঁদের এই স্কিম থেকে বাদ দেওয়া হয়েছে।
advertisement
5/10
তালিকায় নিজের নাম দেখার উপায়:
advertisement
6/10
১. পিএম কিষাণ ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে।২. হোম পেজ থেকে ফার্মারস কর্নার বেছে নিতে হবে। ৩. এরপরে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে। ৪. এবার ড্রপ ডাউন মেন্যু থেকে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক অথবা গ্রাম বেছে নিতে হবে। ৫. এরপর স্টেটাস জানার জন্য গেট রিপোর্ট-এ ক্লিক করতে হবে।
advertisement
7/10
পিএম কিষাণ যোজনার জন্য ই-কেওয়াইসি করার উপায়:
advertisement
8/10
১. পিএম কিষাণ ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে।২. হোম পেজের নিচের ডান দিক থেকে ফার্মারস কর্নার বেছে নিতে হবে। ৩. এর তলায় একটি বক্সে ই-কেওয়াইসি লেখা দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ৪. নিজের আধার নম্বর দিয়ে প্রদর্শিত ক্যাপচা কোডও লিখতে হবে। এবার সার্চ বাটনে ক্লিক করতে হবে। ৫. এরপর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করার মোবাইল নম্বর দিতে হবে। গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে।
advertisement
9/10
৬. রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।৭. ওটিপি লিখে সাবমিট ফর অথেন্টিকেশন বাটনে ক্লিক করতে হবে। ৮. সাবমিট হলেই পিএম কিষাণ ই-কেওয়াইসি সফল হবে।
advertisement
10/10
কিস্তির টাকা কেন আটকে যেতে পারবে?ই-কেওয়াইসি করা সত্ত্বেও কিস্তির টাকা আটকে যেতে পারে অন্য নানা কারণে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে এমনটা হতে পারে। এই ভুলের মধ্যে অন্যতম হল, লিঙ্গ, নাম, আধার নম্বর অথবা ঠিকানার মতো তথ্যে ভুল। যেটা হওয়া একেবারেই উচিত নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে যোজনার টাকা, আপনি পেয়েছেন ? এই ভাবে চেক করে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল