TRENDING:

Dhanteras Shopping 2023: সোনা রুপো ছাড়ুন...! ধনতেরাসে মালমাল হতে কিনুন এই ৫ জিনিস! জানুন বিশেষজ্ঞদের মত

Last Updated:
Dhanteras Shopping 2023: ধনতেরাস মানেই সোনার দোকানে উপচে পড়া ভিড়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু সোনা কেনা ছাড়ুন৷ ঝাড়ু রাখুন কেনাকাটার লিস্টে৷ এতেই ঘর ভরে উঠবে অর্থে৷ টাকার অভাব হবে না৷
advertisement
1/10
সোনা রুপো ছাড়ুন...! ধনতেরাসে মালমাল হতে কিনুন এই ৫ জিনিস! জানুন বিশেষজ্ঞদের মত
ধনতেরাস মানেই সোনার দোকানে উপচে পড়া ভিড়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু সোনা কেনা ছাড়ুন৷ ঝাড়ু রাখুন কেনাকাটার লিস্টে৷ এতেই ঘর ভরে উঠবে অর্থে৷ টাকার অভাব হবে না৷
advertisement
2/10
ভারতে দীপবালি বা ধনতেরাসে সোনা বা রুপো কেনার বিশেষ প্রচলন আছে ৷ প্রতিবারের মত এবারেও সোনা বা রুপো কিনে সৌভাগ্য বৃদ্ধির আশায় বুক বাঁধতে চলেছেন নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ ৷ কিন্তু কেনার আগে দেখে নিন কী কিনলে লাভ। প্রতীকী ছবি ৷
advertisement
3/10
ধনতেরাসের দিন সোনা না রুপো কী কিনলে সব থেকে বেশি প্রসন্ন হন ভাগ্যলক্ষ্মী ৷ আসলে প্রশ্ন অতি সহজ ও সরল ৷ কোন ধাতু কিনলে সৌভাগ্য বৃদ্ধি পাবে৷ সোনা বা রুপোয় বিনিয়োগ রীতিমত চোখে পড়েছে সাধারণ মানুষের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
দীপাবলির দিন, আলোর উৎসব, দেবী লক্ষ্মী এবং গণেশের পূজিত হন। প্রতি বছর এই পুজোয় নতুন প্রতিমা স্থাপন করা হয়। ধনতেরাসকে দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তি কেনার সেরা তিথি বলে মনে করা হয়। এই দিনে, দেবী লক্ষ্মী এবং গণেশের আগমন বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে।
advertisement
5/10
আপনি যদি চান যে আপনার জীবনে কখনও অর্থ হারাবেন না, এবং সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই ধনতেরাসের দিনে দাঁড়িয়ে ধনে কিনুন। এই দিনে দাঁড়িয়ে ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধনে মা লক্ষ্মীকে এবং কুবেরকে নিবেদন করতে হবে। তাহলে জীবনে অর্থের কোনও সমস্যা থাকবে না৷
advertisement
6/10
এই দিনে দাঁড়িয়ে ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধনে মা লক্ষ্মীকে এবং কুবেরকে নিবেদন করতে হবে। তাহলে জীবনে অর্থের কোনও সমস্যা থাকবে না৷
advertisement
7/10
ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা স্বাস্থ্যের দিক থেকে শুভ ও উপকারী বলে মনে করা হয়। পিতলকে ভগবান ধন্বন্তরীর ধাতু মনে করা হয়। পিতলের মধ্যে অনেক ধরনের ঔষধি গুণ পাওয়া যায়। ফলে পিতলের পাত্রে খেলে শরীরও ভাল থাকে৷
advertisement
8/10
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে কেনা ঝাড়ু দিয়ে প্রথমে শস্য ভান্ডার ঝাড়ু দিতে হবে। এটি করলে আপনার বাড়িতে কখনও অর্থের সংকট হবে না।
advertisement
9/10
ধনতেরাসের দিন কড়ি কেনা শুভ বলে মনে করা হয়। প্রাচীনকালে, শাঁস অর্থ হিসাবে ব্যবহৃত হত। দীপাবলির দিনে দেবী লক্ষ্মীর পুজোয় এই কড়িগুলি নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras Shopping 2023: সোনা রুপো ছাড়ুন...! ধনতেরাসে মালমাল হতে কিনুন এই ৫ জিনিস! জানুন বিশেষজ্ঞদের মত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল