ধনতেরাসের দিন কলকাতায় সোনা-রুপোর দাম কত, জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন আজ কোন শহরে সোনার দাম কিরকম। শুধু সোনা নয়, এদিন দেশের বড় শহরগুলিতে রুপোর দামই বা কত, চোখ বুলিয়ে নেওয়া যাক।
advertisement
1/6

আজ ধনতেরাস। সকাল থেকেই কেনাকাটা ঘিরে ব্যস্ত সবাই। বিশেষ করে জুয়েলারির দোকান থেকে বাসনের দোকানে ভিড় সব থেকে বাসি। তবে, এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। (Photo collected)
advertisement
2/6
দেখে নিন আজ কোন শহরে সোনার দাম কিরকম। শুধু সোনা নয়, এদিন দেশের বড় শহরগুলিতে রুপোর দামই বা কত, চোখ বুলিয়ে নেওয়া যাক। (Photo collected)
advertisement
3/6
কলকাতায় বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৭৭০টাকা, অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৩৯,১৯০ টাকা। (Photo collected)
advertisement
4/6
দিল্লিতে এই দাম, ২২ ক্যারেটের ক্ষেত্রে ৩৭,৪০০ টাকা, ২৪ ক্যারেটের ক্ষেত্রে ৩৮,৬০০ টাকা। (Photo collected)
advertisement
5/6
চেন্নাইতে বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৬,৬৪০ টাকা আর ২৪ ক্যারেটের দাম ৩৯,৯৭০ টাকা। অন্যদিকে , মুম্বইতে বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৫০০ টাকা, ও ১৪ ক্যারেট সোনার দাম ৩৮,৫০০ টাকা।(Photo collected)
advertisement
6/6
কলকাতায় বেলা ১২ টার আগে আজ রুপোর দাম , ১০ গ্রামের দাম ৪৮৭.৭০ টাকা, ১০০ গ্রামের গাম ৪,৮৭৭ টাকা।(Photo collected)