TRENDING:

রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল IOC

Last Updated:
সিনহা জানিয়েছেন এই ভাবে বুকিং করতে থাকলে পুরো ব্যবস্থার উপরে চাপ পড়ে যায় ৷
advertisement
1/5
রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল IOC
সরকারি তেল সংস্থা ইন্ডিয়া ওয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিনহা জানিয়েছেন, ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে ৷ তাই ভয় পেয়ে রান্নার গ্যাসের বুকিং বাড়িয়ে দিয়ে কোনও অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করার দরকার নেই গ্রাহকদের ৷ সিনহা জানিয়েছেন, করোনা ভাইরাসের জন্য যে লকডাউন চলছে তিন সপ্তাহের জন্য তাতে মানুষের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ রান্নার গ্যাস রয়েছে ৷
advertisement
2/5
ইন্ডিয়ান ওয়েল অন্য সংস্থাদের সঙ্গে মিলে দেশের জ্বালানির চাহিদা মেটাতে একাধিক অভিযান চালাচ্ছে ৷ সিনহা জানিয়েছেন, দেশে ফুয়েলের কোনও কমতি নেই ৷ ভয় পেয়ে এলপিজি বুকিং করার দরকার নেই ৷ পুরো এপ্রিল মাস ও তার পরও গ্যাসের কী চাহিদা থাকতে পারে সে বিষয়ে আগেই আন্দাজ করে নেওয়া হয়েছিল ৷ তেল শোধনাগারগুলি প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করছে যাতে দেশের জ্বালানির চাহিদা পূরণ করা যেতে পারে ৷
advertisement
3/5
লকডাউনের জেরে বন্ধ সমস্ত যানচলাল ৷ বন্ধ বিমান পরিষেবাও ৷ এর জেরে দেশের পেট্রোল ও ডিজেলে এবং বিমানের জ্বালানির চাহিদা অনেকটাই কমে গিয়েছে ৷ মার্চ মাসে পেট্রোলের চাহিদা ৮ শতাংশ ও ডিজেলের ১৬ শতাংশ কমে গিয়েছে ৷ বিমানের জ্বালানির চাহিদা প্রায় ২০ শতাংশ পড়ে গিয়েছে ৷
advertisement
4/5
তিনি আরও বলেছেন, এই সময় রান্নার গ্যাসের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে ঠিকই কিন্ত তারা সমস্ত গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করে চলেছে ৷ লকডাউনের পর রান্নার গ্যাস রিফিলের চাহিদা প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ তবে গ্রাহকদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন যে গ্যাসের কোনও কমতি নেই তাই ভয় পেয়ে বুকিং করার প্রয়োজন নেই ৷
advertisement
5/5
সিনহা জানিয়েছেন এই ভাবে বুকিং করতে থাকলে পুরো ব্যবস্থার উপরে চাপ পড়ে যায় ৷ বুকিং করার সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কারখানাকে তৎকাল জানাতে হয় যাতে তারা সিলিন্ডার ভর্তির কাজ শুরু করতে পারে ৷ সেখান থেকে সিলিন্ডার বিতরণ করার কাজ শুরু হয় ৷ এরপর ডেলিভারি কর্মচারীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে আসে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল IOC
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল