আগেভাগে সাবধান হন, ITR ফাইল করার সময় এই ৫ সমস্যার মুখে পড়তে পারেন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সামান্য অসাবধানতায় অনেক বেশি কর দিতে হতে পারে। আইটিআর ফাইল করার সময় করদাতারা সাধারণত ৫টি সমস্যার মুখোমুখি হন।
advertisement
1/8

আয়কর রিটার্ন দাখিল করা খুব সহজ। আইটিআর ওয়েবসাইটেই ফর্ম পাওয়া যায়। সেটা শুধু পূরণ করতে হয়। তবে ফর্ম পূরণ করার সময় সতর্ক থাকা উচিত। ভুল হলে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, আইটিআর হল একটি ফর্ম যেখানে করদাতারা তাঁদের অর্জিত আয় (বিভিন্ন উৎস থেকে) এবং আয়কর (আইটি) বিভাগে প্রযোজ্য ট্যাক্স সম্পর্কে তথ্য পূরণ করেন।
advertisement
2/8
আইটিআর ফাইল করার সময় সমস্ত তথ্য সঠিক দেওয়া হচ্ছে কি না, নিশ্চিত করতে হবে। কাছে রাখতে হবে ফর্ম ১৬। এটা গুরুত্বপূর্ণ। কারণ সামান্য অসাবধানতায় অনেক বেশি কর দিতে হতে পারে। আইটিআর ফাইল করার সময় করদাতারা সাধারণত ৫টি সমস্যার মুখোমুখি হন।
advertisement
3/8
ক) ফর্ম এআইএস চালু করা হয়েছিল যাতে সাধারণ আয়ের বিভাগগুলি এর অংশ হয়। করদাতারা আইটিআর ফাইল করার সময় এর উপর নির্ভর করতে পারেন। কিন্তু ডেলয়েট ইন্ডিয়া-র সুধাকর সেথুরাম বলছেন, ‘ফর্ম এআইএস সময়ে সময়ে আপডেট করা হয়েছে।
advertisement
4/8
কারণ বিভিন্ন সংস্থা তাদের সুবিধা অনুযায়ী আয়ের তথ্য দেয়। যা আয়ের উপাদান যেমন মূলধন লাভ, ব্যাঙ্ক থেকে সুদ ইত্যাদি করদাতাদের আয়ের তথ্যের সঙ্গে যুক্ত হয় না’। ফলে আইটিআর ফাইল করতে দেরি হয়।
advertisement
5/8
খ) প্রিফিল করা ডেটা ফাইল সমস্ত আয়ের বিভাগ, যেমন বেতন, বাড়ির সম্পত্তি, ইত্যাদির তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়৷ তাই, করদাতাদের আইটিআর ফাইল করার জন্য প্রিফিল করা ডেটার উপর নির্ভর করা কঠিন হয়ে পড়ে৷
advertisement
6/8
গ) আইটিআর আপলোড করার সময় JSON ইউটিলিটি ফাইল আইটিআর-এর নির্দিষ্ট বিভাগের উল্লেখ ছাড়াই ত্রুটিপূর্ণ দেখায়। ফলে করদাতাদের ভুল শোধরাতে এবং আইটিআর রিফিল করতে অসুবিধা হয়।
advertisement
7/8
ঘ) অধিকাংশ করদাতার অভিযোগ, বর্তমান বছরের আইটিআর ফাইল করার জন্য প্রাসঙ্গিক বিবরণ ক্যাপচার করতে তাদের বিগত বছরের আইটিআর অ্যাকসেস বা ডাউনলোড করতে অসুবিধার মুখে পড়তে হয়।
advertisement
8/8
ঙ) করদাতারা অনেক সময় আইটি পোর্টাল বা অন্যান্য বিভাগে ঢুকতে পারেন না। এতেও সমস্যা তৈরি হয়।