DA Hike: সুখবর, সুখবর, সামনে ভোট, ‘এই’ সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এক ধাক্কায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
DA Hike: সুখবর, সুখবর, সামনে ভোট, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এক ধাক্কায়
advertisement
1/8

নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসলে সামনেই বিধানসভা ভোট একাধিক রাজ্যে৷ আর তাই নির্বাচনের বছরে কপাল ফিরল একাধিক রাজ্য সরকারি কর্মীদের৷ এক এক রাজ্যে তাদের সরকারি কর্মীদের জন্য ডিএ-তে বিশাল বৃদ্ধি করা হয়েছে৷
advertisement
2/8
কোথায়ও সেটা ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯৬ শতাংশ থেকে বাড়ি ৪১২ শতাংশ করা হয়েছে৷ আবার কোনও রাজ্যে কেন্দ্রের সমান ৪২ শতাংশ মহার্ঘ্য ভাতা বা ডিএ দেওয়া হয়েছে৷
advertisement
3/8
এই সৌভাগ্যবান রাজ্য সরকারি কর্মীরা হলেন ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের৷ ছত্তিশগড় ও রাজস্থানের রাজ্য সরকার বৃহস্পতিবার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে একধাক্কায় সেখানের সরকারি কর্মীদের বেতন বহুগুণ বেড়ে গেল৷ ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যেখানে রাজস্থান সরকারি কর্মচারীদের জন্য, পঞ্চম বেতন কমিশনের অধীনে ডিএ ৩৯৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪১২ শতাংশ করা হয়েছে।
advertisement
4/8
এই বছরের শেষের দিকে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের আগে, কংগ্রেস সরকার বৃহস্পতিবার রাজ্য কর্মীদের জন্য ডিএ ৫ শতাংশ বাড়িয়েছে। রাজ্যে ডিএ এখন ৩৮ শতাংশ হল। এর ফলে প্রতি বছর এক হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৩.৮০ লক্ষ কর্মচারী উপকৃত হবেন।
advertisement
5/8
এদিকে ছত্তিশগড়ের প্রশাসনিক স্তরের আধিকারিকরা জানিয়েছেন যে রাজ্য সরকার গত বছরের অক্টোবরে সরকারি কর্মচারীদের ডিএ ৫ শতাংশ বাড়িয়েছিল, তারপরে তারা ৩৩ শতাংশ ডিএ পাচ্ছেন।
advertisement
6/8
মধ্যপ্রদেশ সরকারের কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। আসলে, মধ্যপ্রদেশ সরকার কর্মীদের জন্য ডিএ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার বলেছেন যে তার সরকার এই বছরের জানুয়ারি থেকে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
7/8
জানুয়ারি মাস থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ এই ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে একই হারে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের৷
advertisement
8/8
জানুয়ারি থেকে বকেয়া মহার্ঘ্য ভাতা ৩ টি সমান কিস্তিতে দেওয়া হবে৷ এদিকে ৩০ বছর চাকরি করা কর্মীদের তৃতীয় পে স্কেল হিসেবে বেতন দেওয়া হবে৷ আর যাঁরা ৩৫ বছর পার করেছেন তাঁদের চতুর্থ পে স্কেলে বেতন দেওয়া হবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
DA Hike: সুখবর, সুখবর, সামনে ভোট, ‘এই’ সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এক ধাক্কায়