TRENDING:

ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে...? সিলিং ফ্যান কত 'নম্বরে' চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন সুপারহিট টেকনিক

Last Updated:
Current Bill: হুড়মুড়িয়ে বাড়ছে গরম। এপ্রিল পড়তে না পড়তেই ফুল ফর্মে গ্রীষ্মের ব্যাটিং শুরু। এসি-ফ্যান ছাড়া থাকার কোনও সুযোগ নেই। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর সাঁইসাঁই করে ঘুরছে ফ্যান আর চড়চড় করে বাড়ছে বিদ্যুৎ বিল। কী করে মাসের খরচ কমাবেন বুঝতে পারছেন না সাধারণ মধ্যবিত্ত।
advertisement
1/11
ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে...? কত 'নম্বরে' চালালে বিদ্যুৎ খরচ কমে?
হুড়মুড়িয়ে বাড়ছে গরম। এপ্রিল পড়তে না পড়তেই ফুল ফর্মে গ্রীষ্মের ব্যাটিং শুরু। এসি-ফ্যান ছাড়া থাকার কোনও সুযোগ নেই। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর সাঁইসাঁই করে ঘুরছে ফ্যান আর চড়চড় করে বাড়ছে বিদ্যুৎ বিল। কী করে মাসের খরচ কমাবেন বুঝতে পারছেন না সাধারণ মধ্যবিত্ত।
advertisement
2/11
যদিও পাখা বা ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কম আসবে বলে একটা সাধারণ ধারণা রয়েছে মানুষের মধ্যে। আবার অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি। কেউ কেউ তাই রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর কথা বলেন। কিন্তু সত্যিই কি তাই? ফ্যানের গতির সঙ্গে কি আদৌ জড়িয়ে থাকে বিদ্যুৎ বিল?
advertisement
3/11
একটি ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ভর করে তার গতির উপর। কিন্তু আপনি কি জানেন ২ বা ৩ নম্বর ফ্যান চালালে কত বিদ্যুৎ খরচ হয় এবং একই ফ্যান ৪ বা ৫ নম্বরে চালালে কত বিদ্যুৎ খরচ হবে? প্রশ্ন হল, কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি কমে যায় আদতে? চলুন এ সম্পর্কে বিস্তারিত বাস্তব জেনে নেওয়া যাক।
advertisement
4/11
বস্তুত যে ফ্যানগুলির সঙ্গে একটি রেগুলেটর এমন থাকে যা ভোল্টেজ হ্রাস করে গতি নিয়ন্ত্রণ করে সেগুলি কিন্তু কোনও ভাবেই বিদ্যুতের খরচ কমায় না। রেগুলেটর ভোল্টেজ কমিয়ে দেয় যাতে আপনার ফ্যান কম শক্তি খরচ করে কিন্তু এটি কোনও ভাবেই বিদ্যুৎ সাশ্রয় করে না।
advertisement
5/11
এক্ষেত্রে নিয়ন্ত্রক বা রেগুলেটর শুধুমাত্র একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। অতএব, আপনি যদি মনে করেন যে ২ বা ৩ নম্বরে ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হবে, তবে তা মোটেও এক্ষেত্রে সত্যি নয়। এটি ৫ নম্বর গতির সমানই বিদ্যুৎ খরচ করবে।
advertisement
6/11
ফ্যানের গতি কম রাখার পিছনে রেগুলেটর: রেগুলেটর যেকোনও ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি নিয়ন্ত্রক বা রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি এর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।
advertisement
7/11
বলা হয় এই বিশেষ ধরণের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে। অন্যদিকে, অন্য বেশ কিছু ধরণের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনও বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার বিদ্যুৎ খরচ প্রভাবিত হয় না।
advertisement
8/11
ইলেকট্রনিক রেগুলেটর: এগুলি বিশেষ ধরনের নিয়ন্ত্রক, যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেগুলেটরগুলির আকার সাধারণ রেগুলেটরের চেয়ে বড়।
advertisement
9/11
এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে একান্তই চাইলে কিন্তু সেই ব্যবহারকারীকে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে। যদিও জেনে রাখা ভাল এই ধরণের ইলেকট্রিক রেগুলেটরগুলি সাধারণ নিয়ন্ত্রক বা রেগুলেটরের চেয়ে বেশি ব্যয়বহুল।
advertisement
10/11
কোথায় কিনতে পাবেন? ইলেকট্রনিক রেগুলেটর খোলা বাজার থেকে কেনা যায়। এছাড়াও, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও কেনা যেতে পারে সহজেই। এবার জেনে নিলেন এই গরমে কী ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে বিল নিয়ন্ত্রণে রাখবেন।
advertisement
11/11
আজ থেকেই শুরু করুন নতুন নিয়মে ফ্যান চালানো। তবে তার আগে দেখে নিন আপনার বাড়ির সিলিং ফ্যানের রেগুলেটরগুলি কোন ধরণের। প্রয়োজনে ইলেক্ট্রনিক রেগুলেটর আজই কিনে লাগিয়ে নিন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে...? সিলিং ফ্যান কত 'নম্বরে' চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন সুপারহিট টেকনিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল