India vs Pakistan: ছন্দে ফিরল ভারতের টাকা, কুপোকাত পাকিস্তানের রুপিয়া! জানেন আমাদের ১০০ টাকা মানে ওদের কত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: পাকিস্তান এবং ভারত এক দিন আগে পরে স্বাধীন হলেও ভারতের থেকে পাকিস্তানের মুদ্রা ভারতের থেকে অনেকটা পিছিয়ে।
advertisement
1/5

পাকিস্তান এবং ভারত এক দিন আগে পরে স্বাধীন হলেও ভারতের থেকে পাকিস্তানের মুদ্রা ভারতের থেকে অনেকটা পিছিয়ে।
advertisement
2/5
ভারত এবং পাকিস্তান দুই দেশের মুদ্রার নামই রুপিয়া। যদিও ভারতের মুদ্রাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম বলে।
advertisement
3/5
সম্প্রতি আমেরিকায় পালাবদল-সহ একাধিক কারণে টাকার দাম ডলারের তুলনায় কিছুটা কমে যায়। তবে গত কয়েক দিনে শেয়ার বাজারে স্বস্তি না ফিরলেও বেড়েছে ভারতের টাকার দাম।
advertisement
4/5
পাল্টা পিছিয়েছে পাকিস্তানের টাকা। সোমবার এক সময়ে ভারতের ১ টাকা মানে পাকিস্তানের মুদ্রার দাম গিয়ে দাঁড়ায় ৩ টাকা ১৭ পয়সা।
advertisement
5/5
যদিও বুধবার পরিস্থিতি বদলেছে। বুধবার ভারতের ১ টাকা মানে পাকিস্তানের ৩ টাকা ২২ পয়সা হয়ে দাঁড়িয়েছে। ভারতের ১০০ টাকা মানে পাকিস্তানের প্রায় ৩২২ টাকা ৬০ পয়সা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
India vs Pakistan: ছন্দে ফিরল ভারতের টাকা, কুপোকাত পাকিস্তানের রুপিয়া! জানেন আমাদের ১০০ টাকা মানে ওদের কত?