Cooking Oil Price: সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে 'মহাপতন'! ১ লিটারের দর কত আজ? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cooking Oil Price: মোটের ওপর ভোজ্যতেলের দাম নিম্নগামী। বিশ্ববাজারে দরপতনের মধ্যে সয়াবিন তেল, সিপিও, তুলা ও পামোলিন তেলের দাম কমছে। সর্ষে, চীনাবাদাম তেলের দামেও পতন জারি রয়েছে।
advertisement
1/10

ধারাবাহিক পতনের পর আজ সয়াবিন তেলের দাম কিছুটা বাড়লেও মোটের ওপর ভোজ্যতেলের দাম নিম্নগামী। বিশ্ববাজারে দরপতনের মধ্যে সয়াবিন তেল, সিপিও, তুলা ও পামোলিন তেলের দাম কমছে। সর্ষে, চীনাবাদাম তেল ও তেল বীজের দাম স্বাভাবিক ভাবে আগের পর্যায়েই রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/10
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সয়াবিন ছাড়া বাজার বা মন্ডিগুলোতে তেলবীজের কোনও চাহিদা নেই। এছাড়া শিকাগো এক্সচেঞ্জে মন্দার কারণে সয়াবিন তেলের দাম কমেছে।প্রতীকী ছবি।
advertisement
3/10
সূত্র জানায়, মন্ডিগুলিতে সর্ষে ও চীনাবাদামের আগমন কমতে শুরু করেছে। বুধবার সর্ষের আমাদানি আগের প্রায় পাঁচ লাখ বস্তা থেকে প্রায় সাড়ে চার লাখ ব্যাগে নেমে এসেছে। প্রতীকী ছবি।
advertisement
4/10
সর্ষে থেকে পরিশ্রুত করা তেল বীজ যে বড় আকারে তৈরি করা হচ্ছে তার বাইরে গিয়ে সর্ষে একটি সমস্যা হতে পারে। সরিষার ক্ষেত্রে, পরবর্তী ফসল আসতে প্রায় নয়-দশ মাস সময় লাগে এবং সরকারকে সর্ষের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রতীকী ছবি।
advertisement
5/10
এই প্রসঙ্গে বাজার সূত্রগুলি বলেছে যে সরিষার তৈলবীজ কিনতে এবং এর মজুদ করার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ক্রয় সংস্থাগুলির কাছে আবেদন জারি করে সরকারের প্রচেষ্টা হওয়া উচিত। এটা প্রয়োজনের সময়ে দেশের স্বার্থে ফলপ্রসূ হবে। সর্ষের কোনও বিকল্প নেই এবং এর জন্য সরকারকে সজাগ থাকতে হবে। প্রতীকী ছবি।
advertisement
6/10
সূত্র জানিয়েছে, বিদেশের বাজারে পতনের প্রবণতার কারণে সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল (সিপিও), তুলা ও পামোলিন তেলের দাম কমেছে। মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রায় অর্ধ শতাংশ এবং শিকাগো এক্সচেঞ্জ প্রায় ১.৮ শতাংশ নিচে ছিল। প্রতীকী ছবি।
advertisement
7/10
চলুন দেখে নেওয়া যাক আজ তেলের দাম কত- সরিষার তৈলবীজ - প্রতি কুইন্টাল ৭,৫৬৫-৭,৬১৫ টাকা চিনাবাদাম - ৬,৮৩৫ টাকা - প্রতি কুইন্টাল ৬,৯৭০ টাকা গ্রাউনট অয়েল মিল ডেলিভারি (গুজরাত)- প্রতি কুইন্টাল ১৫,৮৫০ টাকা চিনাবাদাম দ্রাবক পরিশোধিত তেল ২,৬৫০ টাকা - প্রতি টিন ২,৮৪০ টাকা প্রতীকী ছবি।
advertisement
8/10
সর্ষে তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৫,২০০ টাকা সর্ষে পাক্কি ঘানি - প্রতি টিন ২,৩৯০-২,৪৭০ টাকা সর্ষে কচ্চি ঘানি - প্রতি টিন ২,৪৩০-২,৫৪০ টাকা তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৭,০০০-১৮,৫০০ টাকা সয়াবিন অয়েল মিল ডেলিভারি দিল্লি - প্রতি কুইন্টাল ১৬,৯৫০টাকা সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর - প্রতি কুইন্টাল ১৬, ৩৫০ টাকা প্রতীকী ছবি।
advertisement
9/10
সয়াবিন তেল ডেগাম, কান্ডলা - প্রতি কুইন্টাল ১৫,৪৫০ টাকা CPO প্রাক্তন কান্ডলা - প্রতি কুইন্টাল ১৫,২০০ টাকা কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা) - প্রতি কুইন্টাল ১৫,৪০০ টাকা পামোলিন আরবিডি, দিল্লি - প্রতি কুইন্টাল ১৬,৭০০ টাকা পামোলিন এক্স-কান্ডলা - প্রতি কুইন্টাল ১৫,৫৫০ টাকা (জিএসটি ছাড়া) প্রতীকী ছবি।
advertisement
10/10
সয়াবিন দানা - প্রতি কুইন্টাল ৭,১০০-৭,২০০ টাকা সয়াবিন প্রতি কুইন্টাল রুপি ৬,৮০০- রুপি ৬,৯০০ হারে ভুট্টার খল (সারিসকা) প্রতি কুইন্টাল ৪,০০০ টাকা প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cooking Oil Price: সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে 'মহাপতন'! ১ লিটারের দর কত আজ? দেখুন তালিকা