TRENDING:

Chicken Price Drops: চিকেনের দরে 'রেকর্ড' পতন! একধাক্কায় ৩০ টাকা কমল দাম! মুরগির মাংসের রেট কত আজ?

Last Updated:
Chicken Price Drops: গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। রবিবারের সকালের বাজারে লাইন পড়ল মুরগির দোকানে দোকানে।
advertisement
1/11
চিকেনের দরে 'রেকর্ড' পতন! একধাক্কায় ৩০ টাকা কমল দাম! মুরগির মাংসের রেট কত আজ?
তুমুল সস্তা চিকেন! ফের বাজারে দাম কমল চিকেনের। বাঙালির রবিবারের বাজারে সস্তা হল মুরগির মাংস। গত কয়েকদিন ধরেই বাজারে চিকেনের দাম রয়েছে কম। রবিবারের বাজারে তা যেন আরও সস্তা।
advertisement
2/11
বাজার বিশেষজ্ঞদের মতে, আজ গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। রবিবারের সকালের বাজারে লাইন পড়ল মুরগির দোকানে দোকানে।
advertisement
3/11
এদিকে চিকেনের দাম কমলেও, মাটনের রেট কিন্তু বেশ চড়া আজও। যদিও তার জন্য মাটনের দোকানে লাইনের কোনও কমতি নেই। ভোজন রসিক বাঙালি যথারীতি ভিড় জমিয়েছেন খাসির মাংসের দোকানে পকেটের টানাটানি সত্বেও।
advertisement
4/11
এদিন শহরের বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৭০ টাকা। দেশি মুরগির কেজি রয়েছে ৩৫০ টাকা। গোটা মুরগির কেজি রয়েছে ১২৮- ১৪০ টাকা। অন্যদিকে, মাটনের দামের কমতি নেই। অন্যদিকে, বাজারে প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে ৭৫০- ৮০০ টাকা দরে।
advertisement
5/11
অন্যদিকে মাছের বাজার কাঁপাচ্ছে ইলিশ। রেকর্ড সস্তা দর। আর তাতেই মাছে ভাতে বাঙালির দিলখুশ। এদিন কলকাতায় বাজারে ইলিশের কেজি রয়েছে ৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত।
advertisement
6/11
৪০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি রয়েছে ৭০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম রয়েছে ১০০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম রয়েছে ১৩০০ - ১৫০০ টাকা।
advertisement
7/11
কলকাতার সব বাজারেই আজ ইলিশময়। বেশিরভাগ দোকানেই মিলছে ইলিশ মাছ। অন্য মাছ যেমন, রুই, কাতলার বিক্রি তেমন নেই। বর্তমানে রুইয়ের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০ টাকা।
advertisement
8/11
কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা। তেলাপিয়ার কেজি হিসেবে দাম রয়েছে ২২০ টাকা। ট্যাংরা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৪০০ টাকা।
advertisement
9/11
এছাড়া, বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। যেমন উচ্ছের কেজি রয়েছে ৪০ টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০-৫০ টাকা। ঢ্যাঁড়শের কেজিও রয়েছে ৪০ টাকা করে।
advertisement
10/11
পাশাপাশি আলুর দাম রয়েছে কম। জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২২ টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কেজির দাম রয়েছে ২৫- ২৬ টাকা।
advertisement
11/11
পাশাপাশি কাঁচা লঙ্কার দামও কিন্তু কমেছে। সপ্তাহ দুয়েক আগে যে কাঁচা লঙ্কার দাম ছিল ৩৫০ টাকা, তা আজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Chicken Price Drops: চিকেনের দরে 'রেকর্ড' পতন! একধাক্কায় ৩০ টাকা কমল দাম! মুরগির মাংসের রেট কত আজ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল