TRENDING:

হু হু করে কমছে চিকেনের দাম...! কেজি প্রতি মুরগির মাংসের 'দাম' কত ছিল আজ? চমকে দেবে লেটেস্ট রেট

Last Updated:
Chicken Price Drops: সূত্র মারফত খবর, অন্ধ্রপ্রদেশের পোল্ট্রি ফার্ম গুলিতে মুরগি মৃত্যু বেড়েই চলেছে। অন্ধ্রের এই ঘটনার আঁচ এসে পড়েছে বাংলা-সহ অন্যান্য রাজ্যের বাজারেও।
advertisement
1/12
হু হু করে কমছে চিকেনের দাম...! কেজি প্রতি মুরগির মাংসের 'দাম' কত ছিল আজ? চমকে দেবে রেট
চিকেন, চিকেনের দাম, মুরগির মাংসের দাম, মুরগির দামে পতন, চিকেন প্রাইস, বার্ড ফ্লু আতঙ্ক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বার্ড ফ্লু, মুরগির মাংস, নন ভেজ ফুড, আমিষ খাবার, আমিষ প্রেমী, কী করে চিনবেন টাটকা চিকেন, টাটকা চিকেন কী দেখে বুঝবেন, চিকেন কেনার টিপস, মুরগির মাংস কেনার টিপস, বাসি মুরগির মাংস, টাটকা মুরগির মাংস, মুরগির মাংসের কী দেখে বোঝা যায় নষ্ট, চিকেনের কোন অংশ খাওয়া উচিত নয়, নন ভেজ, আমিষ খাবার, আমিষ প্রেমী, হেলথ টিপস, চিকেন খেলে কী হয়, হৃদরোগ, কোলেস্টেরল, ক্যানসার, মাংস, মাছ, আমিষভোজী
advertisement
2/12
ঝড়ের গতিতে হু হু করে কমছে মুরগির মাংসের দাম। এক ধাক্কায় প্রায় তলানিতে ঠেকেছে চিকেনের দাম! আজ রবিবারের বাজারে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় ক্রেতাদের মধ্যে।
advertisement
3/12
এদিকে মুরগির মাংসের দাম কমলেও ডিমের যোগান কমে যাওয়ায় আগামী দিনে মুরগির ডিম পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এহেন আবহে ভয় ধরাচ্ছে দেশের কিছু রাজ্যে বার্ড ফ্লু-র আতঙ্ক।
advertisement
4/12
কলকাতায় আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) গোটা মুরগির দাম কত ছিল? কাটা মুরগির রেট কী বলছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুরগির মাংসের দাম।
advertisement
5/12
১ কেজি গোটা মুরগির দাম কলকাতায় প্রতি কেজি আজ রবিবার ছিল ২০০.০০ টাকা। অন্যদিকে কাটা মুরগি ছিল তুলনামূলক ভাবে আরও সস্তা।
advertisement
6/12
অন্যদিকে রাজধানী দিল্লিতে গোটা মুরগির দাম ছিল কেজি প্রতি ২৪০ টাকা। বেঙ্গালুরুতেও কেজি প্রতি চিকেন প্রাইস ছিল ২৪০ টাকা।
advertisement
7/12
কেন দাম কমল মুরগির মাংসের?বেশ কিছু সূত্র মারফত খবর, অন্ধ্রপ্রদেশের পোল্ট্রি ফার্ম গুলিতে মুরগি মৃত্যু বেড়েই চলেছে। অন্ধ্রের এই ঘটনার আঁচ এসে পড়েছে বাংলা-সহ অন্যান্য রাজ্যের বাজারেও।
advertisement
8/12
রিপোর্ট বলছে, বার্ড ফ্লু আতঙ্ককে সামনে রেখে পোল্ট্রি মুরগির মৃত্যুর কারণে ইতিমধ্যেই মুরগির মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে তেলেঙ্গানা। মাংসের পাশাপাশি বন্ধ হয়েছে ডিম আমদানিও।
advertisement
9/12
আর এই ঘটনার পরই মাংসের দাম হু হু করে কমতে শুরু করেছে বাংলার বাজারগুলিতে।যার জেরে কার্যত চরম ক্ষতির মুখে পোল্ট্রি মালিকরা।
advertisement
10/12
জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় বার্ড ফ্লুর আতঙ্ক ক্রমশ বাড়ছে। মূলত এই রোগের কারণেই রাজ্য জুড়ে একাধিক পোল্ট্রি ফার্মে মুরগির মৃত্যু ঠেকিয়ে রাখা যায়নি।
advertisement
11/12
মূলত অন্ধ্র প্রদেশের গোদাবরী জেলার বেশ কিছু এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বার্ড ফ্লু যে হারে বাড়ছে তাতে মুরগির মাংস কেনা থেকে বিরত থাকুন। এমন পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে পড়েছেন পোল্ট্রি মালিকরা।
advertisement
12/12
মুরগির মাংস না খাওয়ার পরামর্শঅন্ধ্রপ্রদেশের বিভিন্ন পোল্ট্রি ফার্মে পালিত মুরগির মৃত্যু ও বার্ড ফ্লুর আতঙ্ক ছড়াতে ক্রেতাদের মুরগির মাংস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের একাংশ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হু হু করে কমছে চিকেনের দাম...! কেজি প্রতি মুরগির মাংসের 'দাম' কত ছিল আজ? চমকে দেবে লেটেস্ট রেট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল